ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের দলে চমক অর্চি শর্ট

প্রকাশিত: ১১:৫৯, ১০ এপ্রিল ২০১৯

ওয়ার্নের দলে চমক অর্চি শর্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ সামনে রেখে হঠাৎ জ্বলে ওঠা অস্ট্রেলিয়াকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দুর্দান্ত নৈপুণ্যে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জিতে প্রস্তুতি সেরে রেখেছে এ্যারন ফিঞ্চের দল। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে কিভাবে এই দলে জায়গা দেয়া হবে সেটি নিয়ে রীতিমতো হিমশিম ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নির্বাচকরা। তবে শিরোপা ধরে রাখতে নিজের স্কোয়াড জানিয়ে দিলেন শেন ওয়ার্ন। ফর্মের তুঙ্গে থাকলেও কিংবদন্তি লেগস্পিনারের দলে জায়গা হয়নি ওপেনার উসমান খাজার। ওয়ার্নার ফেরাতেই খাজাকে বাদ দিয়েছেন তিনি। তবে মজার বিষয়, ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গী হিসেবে ডি অর্চি শর্টকে রেখেছেন ওয়ার্ন। সেক্ষেত্রে তিনে খেলবেন এ্যারন ফিঞ্চ। খাজাকে পেছনে ফেলে ওয়ার্নের দলে জায়গা পাওয়া শর্ট অবশ্য অস্ট্রেলিয়ার শেষ ১৫ ওয়ানডের একটিও খেলেননি। তবে বাঁহাতি এই ব্যাটসম্যান বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। হোবার্ট হারিকেনসের হয়ে তিনি ৫৩.৮ গড়ে ও ১৪০.৬১ স্ট্রাইক রেটে করেন ৬৩৭ রান। টুইটারে দল পোস্ট করার আগে ওয়ার্ন লিখেছেন, ‘মনে রাখবেন ইংল্যান্ডের কন্ডিশন সাম্প্রতিক ভারত ও সংযুক্ত আরব আমিরাত সফরের মতো হবে না। নির্বাচকদের জন্য কাজটা তাই কঠিন, কন্ডিশনের বিবেচনায় তাই ইনফর্ম খেলোয়াড়দেরও বাদ পড়তে হতে পারে।’ ওয়ার্ন তার দলে চার নম্বরে রেখেছেন ওয়ার্নারের সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে। মিডলঅর্ডারে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও উইকেটরক্ষক এ্যালেক্স ক্যারি। বোলিংয়ে পেস আক্রমণে প্যাট কামিন্সের সঙ্গী মিচেল স্টার্ক ও ঝাই রিচার্ডসন (যদি ফিট থাকেন)। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন এ্যাডাম জাম্পা। ওয়ার্নের ১৫ জনের দলের বাকি চার সদস্য হলেন- ব্যাটসম্যান শন মার্শ, দুই অফস্পিনার নাথান লেয়ন ও এ্যাশটন টার্নার এবং পেসার নাথান কুল্টার-নাইল। ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী ২৩ এপ্রিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। সেই দলের সঙ্গে ওয়ার্নোর দলের কতটা মিল থাকে সেটিই এখন দেখার। ইংল্যান্ডে ৩০ মে শুরু বিশ্বকাপের ১২তম আসর। আর ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার অভিযান। ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক খাজা। অস্ট্রেলিয়ার শেষ দুই ওয়ানডে সিরিজ দুর্দান্ত কেটেছে তার। সেই খাজাকে নিজের বেছে নেয়া বিশ্বকাপ দলে রাখেননি ওয়ার্ন। এ বছর খাজা ১৩ ওয়ানডেতে ৫৯.১৫ গড়ে রান করেছেন ৭৬৯। ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটিও করেন দুটি। এরপর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে করেন তিনটি ফিফটি। নিয়মিত ওপেনার ওয়ার্নার নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ার টপঅর্ডারে অন্যতম ভরসাও হয়ে উঠেছেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপে শেন ওয়ার্নের অস্ট্রেলিয়ার দল ॥ মূল একাদশ- ডেভিড ওয়ার্নার, ডি’আর্চি শর্ট, এ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, এ্যাডাম জাম্পা। অতিরিক্ত- শন মার্শ, নাথান লেয়ন, এ্যাশটন টার্নার, নাথান কুল্টার-নাইল।
×