ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিপিএলের শেষ রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ১১:৫৭, ১০ এপ্রিল ২০১৯

ডিপিএলের শেষ রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ‘সুপার লীগে’ খেলা আগেই নিশ্চিত করে নিয়েছে। সুপার লীগে উঠবে আর দুটি দল। সেই দুটি দল কারা? তা নিশ্চিত হবে আজ লীগের একাদশ ও শেষ রাউন্ড শেষে। আজ এই রাউন্ডের তিনটি ও বৃহস্পতিবার তিনটি ম্যাচ হবে। এরপরই লীগপর্ব শেষ হবে। সেই সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে যে কোন দুটি দল উঠবে ‘সুপার লীগে’। আজ শেষ রাউন্ডে প্রথমদিনে বিকেএসপিতে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে। একইদিন আরও দুটি ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ ও উত্তরা স্পোর্টিং ক্লাব এবং ফতুল্লায় প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন লড়াই করবে। বৃহস্পতিবার শেষ রাউন্ডের শেষদিনে মিরপুরে খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ফতুল্লায় মোহামেডান ও বিকেএসপি মুখোমুখি হবে। লীগে খেলছে ১২টি দল। এর মধ্যে লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা ছয়ে থাকা ছয়টি দল খেলবে ‘সুপার লীগে’। আগামী মৌসুমেও এ ছয় দলের লীগে খেলা নিশ্চিত হয়ে থাকবে। এরপর পয়েন্ট তালিকায় সপ্তম, অষ্টম ও নবম স্থানে থাকা তিনটি দল আগামী মৌসুমে লীগ খেলার যোগ্যতা অর্জন করে রাখবে। দশম, একাদশ ও দ্বাদশতম দলের ‘রেলিগেশন লীগ’ খেলতে হবে। ‘রেলিগেশন লীগে’র পয়েন্ট তালিকায় সবার রপরে থাকা দল আগামী মৌসুমে লীগ খেলা নিশ্চিত করে রাখবে। বাকি দুটি দল প্রথম বিভাগে নেমে যাবে। এ মুহূর্তে চারটি দলের ‘সুপার লীগ’ খেলার আশা একেবারেই শেষ। উত্তরা স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও খেলাঘর সমাজকল্যাণ সমিতির স্বপ্ন শেষ। বৃহস্পতিবার লীগপর্ব শেষে এই চার দলের মধ্যে আবার যে কোন তিন দলের ‘রেলিগেশন লীগ’ খেলা নিশ্চিত হয়ে যাবে। সব দলই ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। এখন লীগে সবার ওপরে আছে রূপগঞ্জ। দলটি ১৮ পয়েন্ট পেয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। রূপগঞ্জের পরেই আছে আবাহনী। দলটি ১৬ পয়েন্ট পেয়েছে। এরপর এক এক করে ১৪ পয়েন্ট করে নিয়ে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। ১০ পয়েন্ট করে নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান, ষষ্ঠ স্থানে গাজী গ্রুপ ও সপ্তম স্থানে শেখ জামাল আছে। ৯ পয়েন্ট নিয়ে শাইনপুকুর অষ্টম স্থানে রয়েছে। নবম স্থানে খেলাঘর (৬ পয়েন্ট), দশম স্থানে বিকেএসপি (৫ পয়েন্ট), ৪ পয়েন্ট করে নিয়ে একাদশ ও দ্বাদশ স্থানে ব্রাদার্স ও উত্তরা এসসি আছে। এক থেকে আট নম্বর স্থানে থাকা দলগুলোর আগামী মৌসুমে লীগ খেলা নিশ্চিত। নবম থেকে দ্বাদশ স্থানে থাকা দলের মধ্যে লীগপর্ব শেষে একটি দল একই পথের পথিক হবে। বাকি তিন দল ‘রেলিগেশন লীগ’ খেলবে। অবশ্য ‘রেলিগেশন লীগে’ কারা খেলবে তা নিয়ে এতটা ভাবনা নেই। সবার নজর আছে ‘সুপার লীগে’ বাকি দুই দল কারা থাকবে। শেষ রাউন্ডে মোহামেডান, গাজী গ্রুপ ও শেখ জামালের মধ্যে যে কোন দুটি দল জিতলে শাইনপুকুরের বিদায় ঘণ্টা বাজবে। শাইনপুকুর জিতলেও তখন কোন লাভ হবে না। মোহামেডান, গাজী গ্রুপ ও শেখ জামালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে যে আছে শাইনপুকুর। যদি শাইনপুকুর জিতে আর মোহামেডান, গাজী গ্রুপ, শেখ জামালের মধ্যে দুটি দল হারে, তাহলে শাইনপুকুরের ‘সুপার লীগে’ খেলা নিশ্চিত হবে। শেখ জামাল ও গাজী গ্রুপের পথ কঠিন। আবাহনীর বিপক্ষে লড়াই করবে শেখ জামাল। প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে গাজী গ্রুপ। শাইনপুকুরের জেতার সম্ভাবনা অনেক বেশি। দলটি খেলাঘরের বিপক্ষে খেলবে। মোহামেডানেরও পথ সহজই। দলটি বিকেএসপির মুখোমুখি হবে। দেখা যাক শেষ পর্যন্ত মোহামেডান, গাজী গ্রুপ, শেখ জামাল ও শাইনপুকুরের মধ্যে কোন দুটি দল ‘সুপার লীগে’ খেলার যোগ্যতা অর্জন করে নিতে পারে।
×