ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-বার্সিলোনা মহারণ

প্রকাশিত: ১১:৫৭, ১০ এপ্রিল ২০১৯

ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-বার্সিলোনা মহারণ

জাহিদুল আলম জয় ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে দু’টি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টারের ওল্ডট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। আরেক ম্যাচে হল্যান্ডের আমস্টারডামের জোহান ক্রুইফ এ্যারানায় স্বাগতিক ক্লাব আয়াক্সের বিরুদ্ধে লড়বে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। বার্সা-ম্যানইউ ম্যাচে ঘুরেফিরে আসছে লিওনেল মেসির নাম। তুখোড় পারফর্মেন্স সঙ্গী করেই ইংল্যান্ড উড়াল দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তাছাড়া ইংলিশ ক্লাবগুলোর বিরুদ্ধে ইউরোপ সেরার লড়াইয়ে বরাবরই অপ্রতিরোধ্য পাঁচবারের ফিফা সেরা তারকা। একমাত্র মেসির কারণেই এগিয়ে থাকছে কাতালানরা। তাকে নিয়েই আতঙ্ক কাজ করছে ম্যানইউ শিবিরে। এ কারণেই দিন কয়েক আগে স্প্যানিশ লা লিগায় বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ দেখতে ন্যুক্যাম্পে গিয়েছিলেন ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের। তিনি স্পষ্ট করেই বলেছেন, মেসিকে আটকাতে পারলেই কেবল বার্সার বিরুদ্ধে সফল হওয়া সম্ভব। এরই মধ্যে অনেকে বলছেন, ম্যানচেস্টারের প্রচ- ঠা-া, বৈরী আবহাওয়ার মধ্যে কি মেসি নিজেকে মেলে ধরতে পারবেন! তবে ইংলিশ দলগুলোর বিরুদ্ধে তার রেকর্ড অন্য কথা বলছে। বার্সা অধিনায়ক শেষ আটে খেলতে নামছেন দুর্দান্ত ফর্ম নিয়েই। কাতালান জায়ান্টদের হয়ে সবধরনের প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচে মেসির কাছ থেকে এসেছে ১০ গোল। আর এতেই লা লিগায় আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এ পর্যন্ত মেসি করেছেন ২২ গোল। মেসির এই রেকর্ডের ধারে কাছেও কেউ নেই। মেসি ছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন শুধু তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৭ ম্যাচে রোনাল্ডো করেছেন ১২ গোল। মেসির গোলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুটি ফাইনাল। আর্জেন্টাইন তারকা ইউনাইটেডের বিপক্ষে ২০০৯ ও ২০১১ সালের ফাইনালে গোল করে স্যার এ্যালেক্স ফার্গুসনের দলকে হতাশ করেছিলেন। অবশ্য ২০০৭-০৮ মৌসুমে রেড ডেভিলসদের বিপক্ষে সেমিফাইনালের কোন লেগেই গোল করতে পারেননি মেসি। এখন দুর্বার হলেও ইংলিশ কোন ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের প্রথম নয়টি ম্যাচে অবশ্য গোল বা এ্যাসিস্ট কোনটিই করতে পারেননি মেসি। নির্দিষ্ট কোন দেশের দলের বিপক্ষে মেসির রেকর্ডকে অবশ্য ছাড়িয়ে গেছেন শুধু রোনাল্ডো। বুন্দেসলিগার দলগুলোর বিপক্ষে ইউরোপিয়ান আসরে রোনাল্ডো ২৪ ম্যাচে করেছেন ২৬ গোল। মেসির ফেবারিট ইংলিশ প্রতিপক্ষের তালিকায় এগিয়ে আছে আর্সেনাল। গানার্সদের বিপক্ষে ছয় ম্যাচে মেসি করেছেন ৯ গোল। এর মধ্যে আছে ২০১০ সালের কোয়ার্টার ফাইনালে ন্যুক্যাম্পে করা চার গোল। এই ম্যাচটি ছাড়া আর একটি মাত্র ম্যাচে ইংলিশ দলের বিপক্ষে মেসি হ্যাটট্রিক করেছিলেন। ২০১৬-১৭ মৌসুমে গ্রুপপর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার হ্যাটট্রিকে বার্সিলোনা ৪-০ গোলে জিতেছিল। এমন পারফর্মেন্সের কারণেই মেসিকে নিয়ে দুর্ভাবনায় আছে ম্যানইউ। এদিকে ২৩ বছরের খরা কাটিয়ে ইউরোপিয়ান আসরের শ্রেষ্ঠত্ব দখলে জুভেন্টাসের সামনে এই মুহূর্তে দলের সবচেয়ে বড় তারকা রোনাল্ডোর সুস্থতার বিকল্প নেই। কিন্তু প্রথম লেগে তার খেলা নিয়ে সংশয় আছে। এমন দোলাচলের মধ্যেই ডাচ সফরে গেছে তুরিনের ওল্ডলেডিরা। গত মাসে এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয় লেগে রোনাল্ডোর দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে জুভেন্টাস শেষ আট নিশ্চিত করে। ওই ম্যাচের পর আর মাঠে নামতে পারেননি সিআর সেবেন। জেনোয়ার বিপক্ষে মৌসুমের প্রথম পরাজয়ের ম্যাচটিতেও তিনি বিশ্রামে ছিলেন। এরপর দুই সপ্তাহ আগে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে উরুর ইনজুরিতে আক্রান্ত হন সিআর সেভেন। এরপরও তাকে পেতে আশাবাদী জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো সোমবার অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে হল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে থাকবেন। কাফ ইনজুরির সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া পর্তুগীজ সতীর্থ জোয়াও কানসেলোও বিশ্বাস করেন রোনাল্ডো অবশ্যই প্রথম লেগের ম্যাচে উপস্থিত থাকবেন। রোনাল্ডো অবশ্য ইনজুরির বিষয়ে কোন আপডেট দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু ছোট একটি ভিডিও পোস্ট করেছেন। পরিবার নিয়ে গাড়ি চালানোর ভিডিওতে তাকে বেশ স্বাচ্ছন্দ্যই মনে হয়েছে।
×