ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মালামাল নিলামে

দুটি পার্কসহ ২৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:২৩, ১০ এপ্রিল ২০১৯

দুটি পার্কসহ ২৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ উচ্ছেদ অভিযানে এক কোটিরও বেশি টাকার মালামাল নিলামে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এছাড়া এক লাখ টাকা জরিমানা ও দুটি পার্কসহ ২৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে তারা। ১৪ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয় এ অভিযান। চলবে পুরা মাসের ১২ কার্যদিবস। ২৫তম কার্যদিবসে বিরুলিয়া সেতুর উত্তর পাড় থেকে পঞ্চবটি বাসস্ট্যান্ড পর্যন্ত অভিযান চালানো হয়। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বৈধ স্থাপনা ভাঙ্গা পড়ায় ক্ষতিপূরণ চেয়ে সমাবেশ করেছে ক্ষতিগ্রস্তরা। সরেজমিনে দেখা যায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট অব ইঞ্জিনিয়ারিং নামে রেডি মিক্সের এক কোম্পানির মজুদ করা পাথর নিলামে তুলে ভ্যাট ও ট্যাক্সসহ ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা দরে বিক্রি হয়। জাকির হোসেন নামে এক ব্যবসায়ী এই নিলাম ক্রয় করেন। বালির নিলাম ওঠে ১০ লাখ ৫০ হাজার টাকা। দেলোয়ার হোসেন নামে এক বালু ব্যবসায়ী এই নিলাম ক্রয় করেন। এছাড়া সাইদুর রহমান নামে এক ব্যক্তির কাছে বালি সরানোর কাজে ব্যবহৃত এক্সাভেটর ১০ লাখ টাকার বেশি দামে নিলাম বিক্রি করে বিআইডব্লিটিএ। সাভার থানার আওতাধীন বিরুলিয়া এলাকায় বড়কাঁকর ও দেউন মৌজায় উচ্ছেদ অভিযানে ২৯ স্থাপনার মধ্যে একতলা পাকা ভবন ভাঙ্গা পড়েছে দুটি, আধা পাকা এগারোটি, পাকা বাউন্ডারি ওয়াল চারটি, টিনের ঘর দশটি এবং বিনোদন পার্ক দুটি। এতে প্রায় দুই একর নদীর তীরভূমি দখলমুক্ত করা হয়। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে বৈধ স্থাপনা ভাঙ্গা পড়ার দাবিকে কেন্দ্র করে তুরাগ তীরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাঘসাত্রা ঈদগাহ মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ঢাকার মিরপুরের দিয়াবাড়ি, দারুসসালাম থানাধীন ছোট দিয়াবাড়ি ও কাউন্দিয়া ইউনিয়নের নদী লাগোয়া কয়েকটি গ্রামের অন্তত এক হাজার মানুষ অংশ নেন। সভায় কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শান্ত খান বলেন, আমরা নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পক্ষে। তবে উচ্ছেদ অভিযান সঠিকভাবে হচ্ছে না।
×