ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাদাভাইয়ের জন্মদিনে কচিকাঁচার মেলার আনন্দ আয়োজন

প্রকাশিত: ১১:২২, ১০ এপ্রিল ২০১৯

দাদাভাইয়ের জন্মদিনে কচিকাঁচার মেলার আনন্দ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ রোকনুজ্জামান খান দাদাভাইয়ের হাত ধরেই গড়ে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা। শিশুদের মননশীলতার বিকাশ ঘটানোই ছিল তার স্বপ্ন। মঙ্গলবার ছিল এই শিশুবান্ধব কীর্তিমান মানুষটির ৯৪তম জন্মবার্ষিকী। আর জন্মদিনে তাকে স্মরণ করল তারই গড়া সংগঠনের খুদে বন্ধুরা। সেগুনবাগিচার কচিকাঁচার ভুবনজুড়েই ছিল শিশুদের সরব উপস্থিতি। দাদাভাইয়ের জন্মদিনে আনন্দানুষ্ঠানের আয়োজন করে কচিকাঁচার মেলা। আলোচনা, স্মৃতিচারণ, নাচ, গান, আবৃত্তি ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে সাজানো ছিল জন্মজয়ন্তীর এই আয়োজন। বিকেলে মেলার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লোকগবেষক ও মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুজ্জামান খান। শিশু সদস্য আদিব কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দাদাভাইয়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, প্রবীণ সদস্য ড. মোহিত কামাল ও মেলার সদস্য ফাহরিন শাহান ছড়া। স্বাগত বক্তৃতা করেন কচিকাঁচার মেলার সাধারণ সম্পাদক আলপনা চৌধুরী। দাদাভাইয়ের চিঠি পাঠ করেন মেলার সদস্য ওম। এরপর মেলার বন্ধুদের সম্মেলক কণ্ঠে ‘আলো আমার আলো’ গানটির পরিবেশনার মধ্য দিয়েই জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা ঘটে।
×