ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়

প্রকাশিত: ১১:১০, ১০ এপ্রিল ২০১৯

ভিয়েতনামে শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়

বাংলানিউজ ॥ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস প্রত্যয়’ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভিয়েতনামের হোচিমিন শহরের সায়গন বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কোন নৌবাহিনী জাহাজের এটাই প্রথম ভিয়েতনামে শুভেচ্ছা সফর। ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস জানায়, ভিয়েতনাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানায়। বিএনএস প্রত্যয়ের কমান্ডিং অফিসার মির্জা মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে নৌবাহিনীর ২৩ জন অফিসার ও ১১৬ জন নাবিক ছিলেন এ সফরে। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও দূতাবাসের অন্য কর্মকর্তারা সায়গন বন্দরে উপস্থিত থেকে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানান। এ সময় ভিয়েতনাম নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (হো চি মিন সিটির) কর্মকর্তা, পিপলস কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সামিনা নাজ শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই সফর বিনিময়ের ফলে দু’দেশের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো।
×