ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয় দেখানো হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ১১:১০, ১০ এপ্রিল ২০১৯

খালেদার গৃহকর্মী ফাতেমার বাবাকে ভয় দেখানো হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী হওয়ার পর থেকে তাঁর সঙ্গে থাকা দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা বেগমের বাবাকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের অঙ্গ সংগঠন শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ভয়-ভীতি প্রদর্শন করে সরকারের পৃষ্ঠপোষক একটি মিডিয়া ফাতেমার বাবার সাক্ষাতকার প্রচার করেছে। এর মাধ্যমে খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, যারা ফাতেমার পরিবার নিয়ে এত মাতামাতি করছে তারা সুবর্ণচরের ধর্ষিতা নারীকে নিয়ে কিছু বলছে না কেন? এসব জিনিস তাদের চোখে পড়ে না? রিজভী বলেন, শ্রমিক রাজনীতিসহ সব অঙ্গ সংগঠনের হারিয়ে যাওয়া নেতাদের পরিপূরক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এ কারণেই আমরা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারছি না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
×