ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ বহাল

প্রকাশিত: ১১:০৯, ১০ এপ্রিল ২০১৯

শিক্ষার্থী আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ বহাল রেখেছে আপীল বিভাগ। চেম্বার জজ আদালতে শুনানির জন্য সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে অনুরোধ করে মালিক সমিতি। তবে তিনি মামলাটিতে লড়তে রাজি হননি। এদিকে রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছে আদালত। সেই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। ফলে সোহেল রানাকে আপাতত কারাগারেই থাকতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রাজধানীতে বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ বহাল রেখেছে আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ এ আদেশ দেয়। এই আদেশের ফলে সুপ্রভাত পরিবহনকে ক্ষতিপূরণ দিতেই হবে বলে জানিয়েছে রিটকারী আইনজীবী। শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ বহাল রেখেছে আপীল বিভাগ। এর আগে গত ২০ মার্চ আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দেয় হাইকোর্ট।
×