ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেয়া দোকান উদ্বোধন

প্রকাশিত: ১০:১৭, ১০ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রীর দেয়া দোকান উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু গর্জনিয়া বড়বিল গ্রামের ৮ ফুট ২ ইঞ্চি দীর্ঘ মুহাম্মদ জিন্নাত আলীকে প্রধানমন্ত্রীর প্রদত্ত জিন্নাত আলী স্টোর নামের দোকানটি মঙ্গলবার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কামাল হোসেন। এ সময় রামু উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান, রামুর সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়াইহৃলা, গর্জনিয়ার উপ সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ শাহেদ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমানসহ উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ হতে মোহাম্মদ জিন্নাত আলীকে বিনামূল্যে দোকানের জমির দখল হস্তান্তর, দোকানগৃহ নির্মাণ ও দোকানের পুঁজির ব্যবস্থা করে দেয়া হয়। প্রসঙ্গত, প্রায় ৬ মাস আগে এ দীর্ঘদেহী মোহাম্মদ জিন্নাত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৯ এপ্রিল ॥ উপজেলার চৌরাস্তা এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে ২৬ একর জায়গায় গড়ে উঠা প্রায় তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী। সরেজমিনে নান্দাইল চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, দুটি এস্কেভেটর দিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে রাস্তার দুই পাশের ফুটপাথে গড়ে উঠা খাবার হোটেল, ওষুধের দোকান, ফ্লাক্সিলোড, ফলের দোকান বিভিন্ন পরিবহনের কাউন্টার ও নানা স্থপনাসহ ৩ শতাধিক দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়।
×