ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী শিক্ষককে ১২ দিনের মাথায় ফের বদলি

প্রকাশিত: ১০:১৭, ১০ এপ্রিল ২০১৯

নারী শিক্ষককে ১২ দিনের মাথায় ফের বদলি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ এপ্রিল ॥ বাউফলে এক নারী শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদানের ১২ দিনের মাথায় আবার পূর্বের কর্মস্থলে বদলি করার অভিযোগ পাওয়া গেছে। ওই নারী শিক্ষকের নাম ছালমা বেগম। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের শাপলেজা সরকারী প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক হিসেবে মঙ্গলবার যোগদান করেন। ওই শিক্ষককে গত ২৮ মার্চ পূর্ব মাহশ্রাদ্দি সরকারী প্রাইমারী স্কুলে বদলি করা হয়। (স্মারক নং ৫৩৫/৫ তারিখ ২৮/৩/২০১৯) জানা গেছে, ছালমা বেগম তিন বছর শাপলেজা সরকারী প্রাইমারী স্কুলে চাকরি করেন। তার আবেদনের প্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ২৮ মার্চ পূর্ব মাহশ্রাদ্দি সরকারী প্রাইমারী স্কুলে বদলি করেন। তিনি নতুন কর্মস্থলে ৭দিন পাঠদান করেছেন। সোমবার সন্ধ্যার সময় কর্তৃপক্ষ তাকে পূর্বের স্কুলে যোগদানের নির্দেশ দেন। মঙ্গলবার তিনি ওই স্কুলে যোগদান করেন। কি তার অপরাধ? তিনি নিজেও জানেন না। অপর দিকে কামাল হোসেন নামের এক সহকারী শিক্ষককে বগার কৌখালী সরকারী প্রাইমারী স্কুল থেকে সাবপুরা সরকারী প্রাইমারী স্কুলে বদলি করা হয়। সরকারী বিধি অনুযায়ী কোন শিক্ষকের চাকরির বয়স দুই বছর উত্তীর্ণ না হলে তিনি বদলির আবেদন করতে পারবেন না। কিন্তু ওই শিক্ষকের চাকরির বয়স হয়েছে মাত্র এক বছর। উপজেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করে তিনি ওই স্কুলে বদলি হয়েছেন।
×