ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহ আমানতে দুদিনে ১৭ কোটি টাকার স্বর্ণ আটক

প্রকাশিত: ১০:১৫, ১০ এপ্রিল ২০১৯

শাহ আমানতে দুদিনে ১৭ কোটি টাকার স্বর্ণ আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মঙ্গলবার সকালে চোরাইপথে আসা আরও একটি স্বর্ণের চালান আটক হয়েছে। গ্রেফতার হয়েছে এক যাত্রী। তার নাম দিদারুল আলম। আটককৃত স্বর্ণের পরিমাণ ১১ কেজি, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এর আগে সোমবার এ বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে উদ্ধার হয় ১২ কোটি টাকার স্বর্ণের বার। বিমানবন্দর ও কাস্টম সূত্রে জানানো হয়েছে, সকালে মাস্কাট থেকে আসা যাত্রী দিদারুল আলমের কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার পাওয়া যায়। গোপন সূত্রে কাস্টম কর্মকর্তাদের কাছে তথ্য ছিল দিদারুল আলমকে নিয়ে। তার বাড়ি রাউজানে। সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে চট্টগ্রাম বিমানবন্দরে আসার পর এ যাত্রীর গতিবিধির ওপর নজরদারি শুরু হয়। বিষয়টি আঁচ করতে পেরে দিদার ডিউটি ফি শপে ঢুকে পড়ে। সেখানে টেবিলের ওপর দুটি প্যাকেট রেখে সরে পড়ার চেষ্টাকালে হাতেনাতে তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, এর আগে সোমবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে উদ্ধার হয় ২৩ কেজি স্বর্ণ। এক রাতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই কিশোরী স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার দুটি গ্রামে এক রাতে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। সোমবার সন্ধ্যায় প্রথমে সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া হরিপুর গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ রুমা খাতুন (১৪) এবং রাত ৯টায় বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ আফিয়া খাতুন (১৫) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা প্রদানও করা হয়েছে। কনে কালিয়া হরিপুর এলাকার হাসেন আলীর মেয়ে রুমা খাতুন (১৪) কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। অপ্রাপ্তবয়স্ক। রুমার সঙ্গে বর কান্দাপাড়া গ্রামের মোঃ মিনহাজ তালুকদারের পুত্র মোঃ পাপ্পু তালুকদার (২১) এর বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী ও বর পালিয়ে যায়।
×