ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় আদম বেপারি গ্রেফতার

প্রকাশিত: ১০:১৪, ১০ এপ্রিল ২০১৯

ফতুল্লায় আদম বেপারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে মহিউদ্দিন ওরফে বুলু (৪২) নামে এক আদম বেপারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। ওই আদম বেপারি মাজেদ আলীসহ তার স্ত্রীকে বিদেশ পাঠানোর কথা বলে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। মাজেদ আলীকেও গুম করার অভিযোগ রয়েছে ওই আদম বেপারির বিরুদ্ধে। গত ১০ মার্চ থেকে মাজেদ আলী নিখোঁজ রয়েছে। সোমবার রাতে মহিউদ্দিন ওরফে বুলুকে র‌্যাব-১১ সদস্যরা গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নিখোঁজ মাজেদ আলীর স্ত্রী নাজমা বেগম গত ১৩ মার্চ র‌্যাব-১১ বরাবর একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগে উল্লেখ করে স্বামী-স্ত্রীকে বিদেশ যাওয়ার প্রলোভনে মহিউদ্দিন ওরফে বুলু নামের এক আদম ব্যবসায়ীর কথায় তারা পাবনা থেকে নারায়ণগঞ্জে আসে। বুলু তাদেরকে ফতুল্লার টাগারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় রাখে। পাসপোর্ট, ভিসা, মেডিক্যাল ও বিভিন্ন কাজের কথা বলে বুলু তাদের কাছে থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। বুলু তাদের বিদেশ না নিয়ে নানা ছলচাতুর করে কালক্ষেপণ করতে থাকে। এআইইউবিতে মুট কোর্ট কক্ষের উদ্বোধন সোমবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর আইন বিভাগের উদ্যোগে বিচারিক আদালতের আদলে একটি নবনির্মিত মুট কোর্ট কক্ষ প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য নাহিম রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা, ট্রাস্টি বোর্ডর চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা ড. হাসানুল এ হাসান এবং প্রতিষ্ঠাতা ইশতিয়াক আবেদীন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×