ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

প্রকাশিত: ১০:১৪, ১০ এপ্রিল ২০১৯

জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। তিন সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- এফএও এর বাংলাদেশ প্রতিনিধি মি. রবার্ট ডি. সিম্পসন, সহকারী প্রতিনিধি (প্রোগ্রাম) নুর আহমেদ খন্দকার ও জ্যেষ্ঠ উপদেষ্টা আহমেদ হোসেন খান। প্রতিনিধি দলটি বারি’র গাজীপুরস্থ সদর দফতরে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ ও পরিচালকবৃন্দসহ বিভাগীয় প্রধানগণ তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন। মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী এবং ফার্ম মেশিনারি এ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আইয়ুব হোসেন। পরে প্রতিনিধি দলের সদস্যগণ ইনস্টিটিউটের টক্সিকোলজি ল্যাব, আইপিএম ল্যাব, পোস্ট হারভেস্ট ল্যাব, ফার্ম মেশিনারি ল্যাব, বায়োটেকনোলজি ল্যাব পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় বারি’র পরিচালক (গবেষণা) ড. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×