ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

প্রকাশিত: ১০:১৩, ১০ এপ্রিল ২০১৯

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৯ এপ্রিল ॥ কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাসের ধাক্কায় নিহত হয়েছেন কুলাউড়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান শহীদ (৪৬)। প্রত্যক্ষদর্শীরা জানান কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী যাত্রীবাহী জালালাবাদ এক্সপ্রেস নামক একটি বাস ব্রাহ্মণবাজারের কাছে শহীদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার (ফেঞ্চুগঞ্জ এলাকায়) পথে তার মৃত্যু হয়। নিহত জাসদ নেতা শহীদ কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের মিনারমহল গ্রামের মন্তর মিয়ার ছেলে। তিনি কুলাউড়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল। চুয়াডাঙ্গায় চালক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে দ্রুতগামী ট্রাকের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা কবরে পড়ে অবৈধ আলমসাধু চালক ইনসান আলী (২২) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহত ইনসান আলী উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইমল বোড়াই গ্রামের জামে মসজিদপাড়ার জাফর উদ্দীনের ছেলে। বরিশালে চালক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক চাপায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক লিটন খান (৩০) নিহত হয়েছেন। তিনি গৌরনদী উপজেলার বাহাদুরপুর গ্রামের নজরুল খানের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ আতিয়ার রহমান জানান, ভোর সাড়ে ছয়টার দিকে লিটন খান ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে গৌরনদী থেকে মাহিলাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা লিটনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে লিটন মারা যায়।
×