ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ দুই ভাই আটক

প্রকাশিত: ১০:১২, ১০ এপ্রিল ২০১৯

ইয়াবাসহ দুই ভাই আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে যাবার সময় নগরীর ভদ্রার মোড় থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বেলা ১০টায় র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাসেফ আলীর দুই ছেলে আপেল মাহমুদ (৩০) ও রাসেল মাহমুদ (২৮)। তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব রাজশাহীর উপ-অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, মঙ্গলবার সকালে এসএ পরিবহন থেকে এই দুই সহোদর ইয়াবার চালান রিসিভ করে নেয়। চট্টগ্রাম থেকে আসা ইয়াবার চালানটি সংগ্রহ করে তারা নগরের ভদ্রা মোড়ের অটোরিক্সা করে নিয়ে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল ভদ্রা মোড় থেকে বাসে করে জয়পুরহাটে চালানটি নিয়ে যাবার। বিআরটিএ কার্যালয়ে দুদক নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ এপ্রিল ॥ নম্বর প্লেট দেয়ার নামে ঘুষ লেনদেনকালে মঙ্গলবার টানা অভিযানে হবিগঞ্জ বিআরটিএ কার্যালয় থেকে এক দালালসহ ২ জনকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন, হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জসিম উদ্দিন ও সিলেটে কর্মরত বাংলাদেশ মেশিন টুলস অপারেটর এবং কুমিল্লা জেলার চাপারচু গ্রামের বাসিন্দা জনৈক সিরাজুল হকের ছেলে মফিজুর রহমান। জেলা দুদকের এক কর্মকর্তা জানান, ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা দুদকের বিআরটিএ কার্যালয়ে হানা দেন। এ সময় অনেক দালাল পালিয়ে গেলেও গাড়ির নম্বর প্লেট দেয়ার বিপরীতে টাকা হাতিয়ে নিচ্ছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে জড়িত ওই টুলস অর্থাৎ এনজিও কোম্পানির কর্মচারী মফিজুর ও দালাল জসিম।
×