ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ১০:১২, ১০ এপ্রিল ২০১৯

নড়াইলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৯ এপ্রিল ॥ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আজিজুর রহমান কটাই শেখ (৪৫) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজিজুর কলাবাড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাইয়ূম সিকদার এবং আবেদ শেখ পক্ষের লোকজনের মধ্যে সোমবার সন্ধ্যায় সংঘর্ষ বেধে যায়। এ সময় আবেদ পক্ষের আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবেদ পক্ষের মাসুদ শেখ জানান, আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আবেদ শেখের অবস্থাও গুরুতর বলে জানান তিনি। এদিকে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে কাইয়ূম সিকদারের অবস্থাও গুরুতর। ত্রিশালে বয়লার বিস্ফোরণ ॥ নিহত এক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশাল উপজেলার কাঠাল এলাকায় মঙ্গলবার সকালে বয়লার বিস্ফোরণে আহমদ আলী(৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আজিজ ও রাকীব। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোজাম্মেল হকের মালিকানাধীন খালেক অটো রাইস মিলের বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান আহমদ আলী। বিস্ফোরিত বয়লারের ইট চারপাশে প্রায় ১৫০ ফুট দূরে ছিটকে পড়ে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
×