ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি

সালাম সভাপতি টুলু সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৯:৪৪, ১০ এপ্রিল ২০১৯

সালাম সভাপতি টুলু সম্পাদক নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ এপ্রিল ॥ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আব্দুস সালাম সভাপতি এবং মোস্তাক আলম টুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেলে সহসভাপতি পদে আখতার আযম ও আবু বক্কর সিদ্দিক, বিশ্রামাগার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সোবহান ও সদস্যপদে খান শামসুদ্দৌলা, হাসানুজ্জামান মিলার এবং বিএনপি সমর্থিত প্যানেলে সহসম্পাদক পদে ফজলে আলম, গ্রন্থাগার সম্পাদক পদে আশিকুর রহমান, অর্থ সম্পাদক পদে ইব্রাহিম, সদস্য পদে মহসিন আলী ও শাহ্জাহান কবির নির্বাচিত হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টায় নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নূরুল হুদা বাবলু এই ফল ঘোষণা করেন। তিনদিন পর দুইজনের লাশ উদ্ধার কর্ণফুলীতে নৌকাডুবি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৯ এপ্রিল ॥ কর্ণফুলী নদীর ডাঙ্গারচর সল্টগোলা ঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- কর্ণফুলীর জুলধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের ছেলে হানিফ (৪০) ও ডাঙ্গারচর সিরাজ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে আকবর (৩৫)। মঙ্গলবার সকালে কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকা থেকে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। তবে এখনও হাবিব (৩০) নিখোঁজ রয়েছে। সে জুলধা সাদিয়া বিল্ডার্স লিমিটেডের ম্যানেজার। তার বাড়ি শেরপুর। জানা গেছে, কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর সল্টগোলা ঘাটে গত রবিবার রাতে নৌকাডুবির ঘটনায় ৪জন নিখোঁজ হন।
×