ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের দুই উপজেলায় ভূমি কর্মকর্তা নেই দীর্ঘদিন

প্রকাশিত: ০৯:৪৩, ১০ এপ্রিল ২০১৯

লালমনিরহাটের দুই উপজেলায় ভূমি কর্মকর্তা নেই দীর্ঘদিন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৯ এপ্রিল ॥ সদর উপজেলা ও আদিতমারী উপজেলায় উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে বিপাকে পড়েছে জমি ক্রেতা, বিক্রেতা ও জমিসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে আসা লোকজন। জানা গেছে, জেলার আদিতমারী উপজেলায় প্রায় ৯ বছর ধরে উপজেলা ভূমি কর্মকর্তা পদ শূন্য রয়েছে। এখানে কর্মরত এসিল্যান্ড (ভূমি কর্মকর্তা) মোঃ খালেকুর রহমান ২০১১ সালের ১৬ মার্চ বদলি হন। এরপর হতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করছে ইউএনও আসাদুর জামান । একই অবস্থা সদর উপজেলায়। সদর উপজেলা ভূমি কর্মকর্তা পদ শূন্য রয়েছে ৪ মাস ধরে। এখানে উপজেলা ভূমি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন সামিউল আমিন। তিনি চলতি বছরের ১৪ জানুয়ারি অন্যত্র বদলি হন। তারপর থেকে উপজেলা ভূমি কর্মকর্তা পদ শূন্য রয়েছে। বর্তমানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ইউএনওর দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত উপজেলা ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। উপজেলা ভূমি অফিসে কাজে আসা সাধারণ মানুষ জানান, জরুরি প্রয়োজন ছাড়া কেউ জমি বিক্রয় করেনা। কিন্তু লালমনিরহাট সদর উপজেলা ও আদিতমারী উপজেলায় জমি দ্রুত কেউ ক্রয় বিক্রয় করতে পারছে না। কারণ উপজেলা ভূমি কর্মকর্তা না থাকায় জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারছে না। কারণ ভারপ্রাপ্ত উপজেলা ভূমি কর্মকর্তারা উপজেলা নির্বাহীর (ইউএনও) দায়িত্ব পালন করতেই দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। তারা ভূমি কর্মকর্তার দায়িত্বে সঠিকভাবে মনোযোগ দিতে পারেন না। এদিকে একটি সূত্র দাবি করছে, সদ্য বিসিএস পাস করা সহকারী কমিশনারগণ উপজেলা ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। কিন্তু তারা এই দায়িত্বে এসে সিনিয়র স্কেলের পরীক্ষা দিতে ব্যস্ত হয়ে যায়। বেশির ভাগ কর্মকর্তায় সিনিয়ার স্কেলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। ফলে তারা ইউএনও পদমর্যাদা চলে যায়। ফলে উপজেলা ভূমি কর্মকর্তা পদটি শূন্যই থেকে যায়।
×