ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বড় দুটি মার্কেট অগ্নিঝুঁকিতে ॥ সতর্কতা

প্রকাশিত: ০৯:৪৩, ১০ এপ্রিল ২০১৯

রাজশাহীর বড় দুটি মার্কেট অগ্নিঝুঁকিতে ॥ সতর্কতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর সবচেয়ে বড় দুই মার্কেটকে অগ্নিঝুঁকি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দুটি মার্কেট হলো সাহেব বাজার এলাকার আরডিএ ও রাজশাহী নিউমার্কেট। প্রতিদিন হাজার হাজার ক্রেতা ভিড় করে ওই দুটি মার্কেটে। অথচ ওই মার্কেটের একটিতেও নেই কোন অগ্নি নির্বাপণ ব্যবস্থা। অগ্নিকা- ঘটলে ঘটবে বড় প্রাণহানির ঘটনা। ওই দুটি মার্কেটের সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে দমকল বিভাগ। সাধারণ মানুষকে সাবধান করতে ইতোমধ্যে মার্কেট দুটোতে দেয়া হয়েছে সতর্ক বার্তা সম্বলিত সাইনবোর্ড। রাজশাহী দমকল বিভাগ জানায়, নগরীর নিউমার্কেট ও আরডিএ মার্কেটে কোন অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই। শুধু তাই না। ওই দুই মার্কেটের আশপাশে নেই কোন পুকুর বা অন্য জলধারা। যার কারণে অগ্নিকা- ঘটলে পানির অভাবে আগুন নিভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এছাড়া আরডি মার্কেট ও নিউমাকের্টের সিঁড়িগুলো থাকে ব্লক। অনেক দোকানি সেখানে মালামাল রাখে। যার কারণে অগ্নিকা-ের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আর আরডিএ মার্কেটের ভেতরের তালাগুলো রয়েছে এলোমেলোভাবে। যার কারণে সহজেই অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। আর তা হলে প্রাণহানিসহ ক্ষতির পরিমাণও বাড়বে অনেক। সোমবার দমকল বিভাগের পক্ষ থেকে মার্কেট দুটোতে সাইনবোর্ড লাগিয়েছে। ব্যানারে লেখা আছে, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো। নগরীর নিউমার্কেটেও একই ব্যানার লাগানো হয়। কিন্তু ব্যানার লাগানোর কিছুক্ষণ পর কে বা কারা ব্যানার দুটি খুলেও ফেলে।
×