ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ববি ভিসির পদত্যাগ দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪২, ১০ এপ্রিল ২০১৯

ববি ভিসির পদত্যাগ দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভিসির পদত্যাগ অথবা ছুটির বিষয়ে লিখিত চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে পুনরায় বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ১৫তম দিনে মঙ্গলবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ঘণ্টাব্যাপী সদর উপজেলার কর্ণকাঠি এলাকায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধর মাধ্যমে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে সড়কের বরিশাল-পটুয়াখালী ও লাহারহাট প্রান্তে যাত্রী ও পণ্যবাহীসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘলাইন পড়েছে। যাত্রীদের গাড়ি থেকে নেমে দুই কিলোমিটার সড়ক হেঁটে গিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছতে হয়েছে। এতে করে সীমাহীন ভোগান্তির শিকার হয়েছে যাত্রীদের। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এদিকে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিতে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীরা। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ঢাকার কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে দ্বিতীয় দফায় বসছে সিন্ডিকেটের সভা। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিরসনে সিদ্ধান্তের আশা করছেন শিক্ষার্থীরা। তবে সভায় শিক্ষার্থীদের পক্ষে কোন সিদ্ধান্ত না আসলে আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান বলেন, চলমান পরিস্থিতি নিরসনে মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় বারের মতো ঢাকার লিয়াজোঁ অফিসে সিন্ডিকেটের সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের বাদ দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করায় প্রতিবাদ করেন ববির শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন। এর প্রতিবাদে ভিসির পদত্যাগ দাবিতে টানা ১৫দিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে আন্দোলন করে আসছেন ববির শিক্ষার্থীরা।
×