ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ফের পেছাল

প্রকাশিত: ০৯:৩৫, ১০ এপ্রিল ২০১৯

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ফের পেছাল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি আবারও পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে ২ মে। খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় আদালতে আসতে পারেনি। তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য উক্ত দিন নির্ধারণ করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বলেন,মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির করা হয়নি। এ্যারো ডিজাইন প্রতিযোগিতায় এমআইএসটির দুই ছাত্র আমেরিকান ইনস্টিটিউট অব এ্যারোনটিকস এ্যান্ড এ্যাস্ট্রোনটিকস আয়োজিত বিশ্বের বৃহৎ এ্যারো ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গেছেন মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দুই ছাত্র। তারা হলেনÑ তাইমুম আল নাফিজ ও সাজ্জিব হাসান আসিফ। যুক্তরাষ্ট্রের এরিজোনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। এর আগে প্রাথমিকভাবে ডিজাইন পর্যায়ে এমআইএসটির ২৪ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের তৈরি দূরনিয়ন্ত্রিত বিমানের খুঁটিনাটি পরীক্ষা করে আমেরিকান ইনস্টিটিউট অব এ্যারোনটিকস এ্যান্ড এ্যাস্ট্রোনটিকস এটির অনুমোদন দেয়। -আইএসপিআর
×