ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেবেকা মহিউদ্দিনের জন্মদিন আজ

প্রকাশিত: ০৯:৩৫, ১০ এপ্রিল ২০১৯

রেবেকা মহিউদ্দিনের জন্মদিন আজ

বাঙালীর স্বাধিকার ও নারী অধিকার আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের নিবেদিত প্রাণ সংগঠক ও মহিলা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রেবেকা মহিউদ্দিনের ৮০তম জন্মজয়ন্তী আজ ১০ এপ্রিল। এ উপলক্ষে ঢাকা, পিরোজপুরের মঠবাড়িয়া ও শরীয়তপুরের লাকার্তায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও মরহুমার স্মরণে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মৃতিসভা। এ সব অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও মরহুমার সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, ১৯৩৯ সালের ১০ এপ্রিল ফরিদপুরে রেবেকা মহিউদ্দিন জন্মগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী।-বিজ্ঞপ্তি ১৮-২০ এপ্রিল ঢাকায় আন্তর্জাতিক পর্যটনমেলা ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটনমেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৯’ আগামী ১৮ থেকে ২০ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এর টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান এবং টোয়াবের মধ্যে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৯’ স্পন্সরশিপের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ এবং টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ তাদের স্ব স্ব সংস্থার পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×