ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারের স্পীকারের সঙ্গে ড. শিরীন শারমিনের ফলপ্রসূ আলোচনা

প্রকাশিত: ০৯:৩৪, ১০ এপ্রিল ২০১৯

কাতারের স্পীকারের সঙ্গে ড. শিরীন শারমিনের ফলপ্রসূ আলোচনা

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও কাতারের সংসদ সদস্যদের পারস্পারিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তার সঙ্গে সোমবার শেরাটনে কাতারস্থ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় স্পীকার জানান, ১৪০তম আইপিইউ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে কাতার প্রশংসার দাবিদার। তিতাস গ্যাসে জনবল নিয়োগে প্রতারণার অভিযোগ একটি প্রতারক চক্র কোম্পানির উর্ধতন কর্মকতার স্বাক্ষর জাল করে ভুয়া মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিসহ মৌখিক পরীক্ষার ভুয়াপত্র ইস্যু করে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সকল নিয়োগ প্রক্রিয়ায় সরকারী বিধি-বিধান অনুসরণ করে লিখিত, মৌখিক ও চূড়ান্ত নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত বিজ্ঞপ্তি একাধিক জাতীয় দৈনিকে প্রকাশসহ কোম্পানির ওয়েব সাইট (িি.িঃরঃধংমধং.ড়ৎম.নফ) প্রকাশ করা হয়। এছাড়াও প্রার্থীদের বর্তমান ঠিকানায় ডাকযোগে পত্র প্রেরণ করা হয়ে থাকে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে কোম্পানির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×