ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে তিন শিশু কন্যাসহ চারজন অগ্নিদগ্ধ

প্রকাশিত: ০৯:৩৪, ১০ এপ্রিল ২০১৯

নরসিংদীতে তিন শিশু কন্যাসহ চারজন অগ্নিদগ্ধ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ পূর্ব শত্রুতার জের হিসেবে ৩ শিশুকন্যা ও ১ বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছে। রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুরা গ্রামের শামসু মিয়ার বাড়িতে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মুক্তা মণি (১৬), শ্রুতি (১৩), কচি (১১) ও খাতুনের নেছাকে (৬০) রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন বিপিএম, অতিঃ পুলিশ সুপার শফিউর রহমান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর রহমান ও রায়পুরা থানার ওসি মহসীন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মিরাজ উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, গত ৬ ফেব্রুয়ারি রায়পুরা উপজেলার লোচনপুরা গ্রামের দুলাল গাজী (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী শামসু মিয়ার পুত্র বিপ্লবসহ তার সহযোগীরা। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বিপ্লবের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। দুলাল গাজী হত্যা মামলায় বিপ্লবকে আসামি করা হলে সে পরিবার-পরিজন নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়। সোমবার বিকেলে বিপ্লবের ফুফু খাতুনের নেছা (৬০), বিপ্লবের বোন মুক্তা মণি (১৬), অপর বোন শ্রুতি (১৩) ও কচি (১১) বাড়ি ফিরে আসে।
×