ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গিরিধারী লাল মোদির অব্যাহতির আদেশ বাতিল

প্রকাশিত: ০৯:৩৩, ১০ এপ্রিল ২০১৯

গিরিধারী লাল মোদির অব্যাহতির আদেশ বাতিল

স্টাফ রিপোর্টার ॥ উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীন কোম্পানিসমূহের চেয়ারম্যান গিরিধারী লাল মোদি ও তার ম্যানেজার অজয় চক্রবর্তীর মানিলন্ডারিং মামলায় বিচারিক আদালতের অব্যাহতির আদেশ বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে তাদের বিরুদ্ধে মামলা চলবে। রায় পাওয়ার এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ এর সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের জন্য দায়ের করা ফৌজদারি রিভিশনের ওপর রুল শুনানি শেষ। যে কোনদিন রায়। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেছে। উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীন কোম্পানিসমূহের চেয়ারম্যান গিরিধারী লাল মোদি ও তার ম্যানেজার অজয় চক্রবর্তী এর মানিলন্ডারিং মামলায় বিচারিক আদালতের অব্যাহতির আদেশ বাতিল করেছে হাইকোর্ট। গত ২০১০ সনের ৩০ নবেম্বর যশোর সিনিয়র স্পেশাল জজ তাদের চার্জ শুনানির সময় মামলা থেকে অব্যাহতি দিয়েছিল।
×