ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে লুই কানের স্থাপত্যচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৯:৩৩, ১০ এপ্রিল ২০১৯

জাতিসংঘে লুই কানের স্থাপত্যচিত্র প্রদর্শনী

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রে স্থপতি লুই আই কানের স্থাপত্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘দ্বীপ থেকে দ্বীপে লুই আই কানের সৃজনশীল পদচারণা’ শিরোনামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্থপতি ও ফটোগ্রাফার আর্নে ম্যাসিকের পরিকল্পনায় এ প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে ছিল এস্তোনিয়ায় জন্ম নেয়া মার্কিন স্থপতি লুই আই কানের অমর সৃষ্টি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের একটি মডেল। প্রদর্শনীতে তুলে ধরা হয় লুই আই কানের বিখ্যাত স্থাপত্যগুলোর বিভিন্ন চিত্র। এতে উপস্থিত ছিলেন এস্তোনিয়া রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দে এস্পিনোসা গার্সেজ এবং লুই আই কানের ছেলে ন্যাথানিয়েল কান। সরকারী কর্মকমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান গত ৮ এপ্রিল সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের ’৭১ মিলনায়তন’ এ ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রতিষ্ঠা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে সকাল ৯.৩০টায় র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সচিবের স্বাগত বক্তব্যের পরপর কমিশনের বিজ্ঞ সদস্য আবদুল জব্বার খাঁন উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ-সরকারী কর্ম কমিশনের ভূমিকা শীর্ষক উপস্থাপন বক্তব্য তুলে ধরেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। -বিজ্ঞপ্তি
×