ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দখলদারদের কবল থেকে রাজধানীর খাল উদ্ধার করা হবে ॥ আতিক

প্রকাশিত: ০৯:৩৩, ১০ এপ্রিল ২০১৯

দখলদারদের কবল থেকে রাজধানীর খাল উদ্ধার করা হবে ॥ আতিক

স্টাফ রিপোর্টার ॥ দখলদারদের কবল থেকে রাজধানীর অধিকাংশ খাল উদ্ধার করতে কোরামিন ট্রিটমেন্ট (চূড়ান্ত ব্যবস্থা) দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। এছাড়া দুর্ঘটনা এড়াতে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান সড়কে প্রগতি সরণি এলাকায় দ্রুততম সময়ে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন মেয়র। একইসঙ্গে চলতি বর্ষায় নাগরিক দুর্দশা কমাতে রাজধানীর খাল পরিষ্কারের মূল দায়িত্ব পালনকারী ওয়াসাকে সৃষ্ট জলাবদ্ধতা থেকে নাগরিকদের মুক্তি দিতে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর আফতাবনগরে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুরুল এলাহী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন, উপাচার্য এসএম শহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, রাজধানীর অধিকাংশ ভরাট হয়ে গেছে। তাই নাগরিক দুর্ভোগ কমাতে এখন কারও দিকে তাকিয়ে থাকার সময় নেই। কে খাল পরিষ্কারে বরাদ্দ দেবে, কে দেবে না সেটা দেখার সময় নেই। দখলকৃত খাল উদ্ধারে কোরামিন ট্রিটমেন্ট দিতে হবে। কারও দিকে তাকিয়ে থেকে নয় আমরা চাই নাগরিকগণ জলাবদ্ধতা থেকে মুক্তি পাক। এজন্য আমরা নিজ উদ্যোগেই মিরপুরের পল্লবীর সাংবাদিক কলোনির খাল পরিষ্কারে সিটি কর্পোরেশনের নিজস্ব ক্রেন দিয়ে ভরাট হওয়া ময়লা পরিষ্কারে মাঠে নেমে পড়েছি। এ পরিষ্কার কার্যক্রম চলবে। মেয়র বলেন, আমরা ক্রমান্বয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সকল খালেও এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করব। যদিও খাল পরিষ্কার বা দখল উচ্ছেদের তেমন যন্ত্রপাতি বা সামর্থ্যও নেই। তবে আমরা চাই রাজধানীবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকুক। এজন্য মেয়র প্রধান ভূমিকা পালনকারী ওয়াসা কর্তৃপক্ষকে অতি দ্রুত বিষয়টির সমাধানে নজর দিতে ও বর্ষার পানি জমার আগেই কাজ শুরু করতে অনুরোধ জানান। জলাবদ্ধতা নিয়ে মেয়র বলেন, দায়িত্বভার গ্রহণের আগে দেখেছি, কিভাবে এই মহানগরীতে মানুষ পানিতে যন্ত্রণা ভোগ করেছেন। আমাদের খালগুলো দখল হয়েছে। কোথাও কোথাও খাল দখল করে বাড়িঘর, দোকান তুলে ২০, ৩০ বছর ধরে বসবাস করছেন। এসব খাল উদ্ধার করতে হবে। আতিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতা একটি বার্নিং ইস্যু। জনগণের ভোগান্তি হচ্ছে। মেয়র হিসেবে প্রথম বর্ষার মুখোমুখি হতে যাচ্ছি। মিরপুর এলাকায় সাংবাদিক কলোনি খাল, রামচন্দ্রপুর খালসহ আশপাশের সব খাল দখলমুক্ত করতে হবে। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রকৌশল বিভাগকে পাঠিয়েছি। তারা খালগুলো পরিদর্শন করে রিপোর্ট দেবে। দুই তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। খাল কার, বাজেট কে দেবে সেটা এখন ভাবার বিষয় না। এখন ভাবতে হবে মানুষ কষ্ট পাচ্ছে। এটা থেকে পরিত্রাণ পেতে হবে। ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মকা-ে নাখোশ হয়ে মেয়র বলেন, আমার মনেও প্রশ্ন জেগেছে। ড্রেনের ময়লা পরিষ্কার করে আবার ড্রেনের পাশেই রেখে দেয়া হচ্ছে। এতে বৃষ্টি হলে আবার ওই ময়লা ড্রেনে চলে যাচ্ছে।
×