ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ

রাজশাহীর আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৯:৩২, ১০ এপ্রিল ২০১৯

রাজশাহীর আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ আমের মধ্যে যেন কোন ধরনের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করতে না পারে সে বিষয়টি দেখতে রাজশাহী অঞ্চলের আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদের জন্য বন্দর চেয়ারম্যানের প্রতি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে উচ্ছেদ শেষে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষককে অধ্যাপক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস গ্রন্থের সম্পাদনায় বঙ্গবন্ধুর ছবি না ছাপিয়ে ইতিহাস বিকৃতির ঘটনার দায় বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। এদিকে মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবরা অবস্থান করে থাকা সরকারী বাসা বর্তমান মন্ত্রীদের ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আমের মধ্যে যেন কোন ধরনের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করতে না পারে সে বিষয়টি দেখতে রাজশাহী অঞ্চলের আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া ফলের বাজার ও আড়ৎ-এ আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো বা ব্যবহার বন্ধ হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে। পুলিশের আইজি, বিএসটিআই, র‌্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আমের মৌসুমকে সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে আগামী সাতদিনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। কর্ণফুলীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ ॥ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদের জন্য বন্দর চেয়ারম্যানের প্রতি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে উচ্ছেদ শেষে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আদালত এ বিষয়ে আগামী ১৯ মে পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। জ্যেষ্ঠতা লঙ্ঘন নিষ্পত্তির নির্দেশ ॥ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষককে অধ্যাপক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জ্যেষ্ঠতা লঙ্ঘিত হবে দাবি করে হাইকোর্টে আবেদনকারী দুই শিক্ষক- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার ও রেজাউল করিম তালুকদার। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুদ্দিন খালেদ ও মনিরুজ্জামান রানা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। ইতিহাস বিকৃতির মামলার রায় ২৪ এপ্রিল ॥ বাংলাদেশ ব্যাংকের ইতিহাস গ্রন্থের সম্পাদনায় বঙ্গবন্ধুর ছবি না ছাপিয়ে ইতিহাস বিকৃতির ঘটনার দায় বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের রহমান। মন্ত্রিসভার সাবেক মন্ত্রীদের বাসা ছাড়তে রিট ॥ মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবরা অবস্থান করে থাকা সরকারী বাসা বর্তমান মন্ত্রীদেরকে ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়াদের মধ্যে বরাদ্দপ্রাপ্তদের সরকারী বাসা বুঝিয়ে দিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লবসহ পাঁচ আইনজীবী এই রিট করেন। রিটের বিবাদীরা হলেন জাতীয় সংসদের স্পীকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সরকারী আবাসন পরিদফতরের পরিচালক।
×