ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ০৯:৩০, ১০ এপ্রিল ২০১৯

১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সোমবার ১৬ সৌদি নাগরিককে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় তাদের ভূমিকা থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। গত অক্টোবরে ইস্তানবুলের সৌদি কন্স্যুলেটে ঘটানো হত্যাকা-টিকে নিয়ে কংগ্রেস থেকে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আসছিল। এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এ ঘোষণা দিলেন। ওই ঘটনার পর সৌদি আরবের মানবাধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিরীক্ষা করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতর এসব ব্যক্তির তালিকা প্রকাশ করে জানায়, পররাষ্ট্র দফতরের বৈদেশিক কার্যক্রমের ৭০৩১ (সি) ধারা এবং রিলেটেড প্রোগ্রামস এ্যাপ্রোপ্রিয়েশন্স এ্যাক্ট অব ২০১৯-এর আওতায় এদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। -এএফপি আফগানিস্তানে ৩ মার্কিন সৈন্য ও এক সামরিক ঠিকাদার নিহত আফগানিস্তানে তালেবানের এক গাড়িবোমা হামলায় যুক্তরাষ্ট্রের তিন সৈন্য ও এক সামরিক ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার রাজধানী কাবুল থেকে ২৫ কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটির কাছে ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাটোর নেতৃত্বাধীন সামরিক মিশন। এ ঘটনায় আরও তিন মার্কিন সৈন্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর বহরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে। তালেবান হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় নিহতদের নিয়ে ২০১৯ সালে আফগানিস্তানে নিহত মার্কিন সেনাদের সংখ্যা সাত জনে দাঁড়াল। -ওয়েবসাইট
×