ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজেপির ইশতেহার এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর ॥ রাহুল

প্রকাশিত: ০৯:২৯, ১০ এপ্রিল ২০১৯

বিজেপির ইশতেহার এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর ॥ রাহুল

ভারতের শাসক দল বিজেপির সদ্য প্রকাশিত ইশতেহারকে ¯্রফে আগ্রাসী ও এতে দূরদর্শিতার কোন ছাপ নেই বলে সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে টুইট করে তিনি বলেছেন, ‘এই ইশতেহার এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’। -খবর এনডিটিভি অনলাইনের। সোমবার বিজেপির ইশতেহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘ঠাণ্ডা ঘরে বসে থেকে দারিদ্র্যের মোকাবেলা করা সম্ভব নয়।’ একদিন পর কংগ্রেস শিবির থেকে মিললো তার প্রত্যুত্তর। মঙ্গলবার সকালেই টুইট করে বিজেপির ইশতেহার নিয়ে নিজের বক্তব্য জানান রাহুল। সেখানে তিনি লিখেছেন, ‘আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল কংগ্রেসের ইশতেহার। লক্ষ লক্ষ মানুষের কথা আছে এই শক্তিশালী ইশতেহারে। সেখানে বিজেপির ইশতেহার বানানো হয়েছে বন্ধ ঘরে, যা আসলে এক বিচ্ছিন্ন মানুষের একার কথা। একই সঙ্গে এই ইশতেহার আগ্রাসী এবং তাতে দূরদর্শিতার চিহ্নমাত্র নেই।’ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে নিজেদের ইশতেহার সামনে আনে বিজেপি। সেখানে দেশের নিরাপত্তা, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের ওপর জোর দেয়ার কথা বলা হয়। পাশাপাশি কৃষকদের কল্যাণে বিশেষ প্রকল্প এবং দেশের পরিকাঠামোতে ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি রাখা হয়েছে। ক্ষমতায় এলে মধ্যবিত্তের জন্য পরের পাঁচ বছরে কর ছাড়ের কথাও বলেছে বিজেপি। একই সঙ্গে নিজেদের পুরনো দাবি অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রসঙ্গও রাখা হয়েছে বিজেপির ইশতেহারে। ইশতেহার প্রকাশ করতে গিয়ে মোদি বলেছিলেন, ‘জাতীয়তাবোধই আমাদের অনুপ্রেরণা।
×