ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ ২৩ এপ্রিল থেকে

প্রকাশিত: ১৩:৩১, ৯ এপ্রিল ২০১৯

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ ২৩ এপ্রিল থেকে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে সারাদেশে ভোটার তালিকায় হালনাগাদের কাজ। চলবে ২৩ মে পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদের কাজ করা হবে। সোমবার নির্বাচন কমিশনের ৪৭ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, এবার যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারি বা তারও আগে, তারা হালনাগাদে নিবন্ধিত হতে পারবেন। হালনাগাদের পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে। ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের পাশাপাশি এবারে একসঙ্গে চার বছর তথ্য সংগ্রহের চিন্তাভাবনা রয়েছে ইসির। এদের মধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। বাকিদের বয়স ১৮ পূর্ণ হলে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।
×