ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

না‘গঞ্জের স্থানীয় দৈনিক যুগেরচিন্তার ডিক্লারেশন বাতিল

প্রকাশিত: ১৩:৩০, ৯ এপ্রিল ২০১৯

না‘গঞ্জের স্থানীয় দৈনিক যুগেরচিন্তার ডিক্লারেশন বাতিল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত স্থানীয় দৈনিক যুগেরচিন্তা পত্রিকার প্রমাণিকরণ ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়ার পক্ষ থেকে যুগেরচিন্তা পত্রিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। এ বিষয়ে যুগেরচিন্তা পত্রিকার সম্পাদক আবু আল মোরছালিন বাবলা দৈনিক যুগেরচিন্তা পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের পাঠানো চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসন রাব্বি মিয়ার মুঠো ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে যুগেরচিন্তার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
×