ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফলপ্রসূ বৈঠক

প্রকাশিত: ১৩:২২, ৯ এপ্রিল ২০১৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফলপ্রসূ বৈঠক

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী একেএ মোমেন। দীর্ঘদিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দায়িত্ব পালন করে আসা মোমেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক। সোমবার সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আলোচনায় বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ৩৫ মিনিটের এই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর মোমেন বাংলাদেশ দূতাবাসে ফিরে সাংবাদিকদের বলেন, তার এই বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। তিনি বলেন, আলোচনায় বাণিজ্যিক বিষয়াদী প্রাধান্য পেয়েছিল। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ‘আইনের শাসনের স্বার্থে অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক ঘাতককে ফেরত পাঠানোর আহ্বানও জানিয়েছি,’ বলেন তিনি। মোমেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে পম্পেও জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতি কিংবা মানবাধিকার পরিস্থিতি আলোচনায় উঠেছে কি না- জানতে চাইলে মোমেন বলেন, ‘নির্বাচন কিংবা মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা ওঠাননি পম্পেও। অন্য সব বিষয়ে তার প্রচণ্ড আগ্রহ দেখলাম।’ পম্পেওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোমেন। তিনি বলেন, বাংলাদেশে চলমান উন্নয়ন দেখার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও সময় সুযোগ পেলেই ঢাকায় যেতে চেয়েছেন।
×