ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

প্রকাশিত: ১৩:০৬, ৯ এপ্রিল ২০১৯

ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

সংস্কৃতি ডেস্ক ॥ এপার ও ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারের শুরু করে ছিলেন মডেলিং দিয়ে, এরপর আসেন অভিনয়ে। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে ব্যাপক সফলতার পরে বর্তমানে নাম লিখিয়েছেন একজন সফল প্রযোজক হিসেবে। নিজের স্বপ্নগুলোকে সার্থক করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। পাশাপাশি নিজ কর্মগুণে অনুপ্রাণিত করে চলেছেন এদেশের সকল নারীকে। তার মতোই বাংলাদেশর নারীদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে কাজ করছে ভিম বাংলাদেশ, যাত্রার শুরু থেকে। জরিপ অনুযায়ী প্রতিদিন একজন নারী গড়ে ১ ঘণ্টা ৪৫ মিনিট থালা বাসন ধোয়ার কাজে ব্যয় করেন। ভিম লিক্যুইড ব্যবহারে থালা বাসন পরিষ্কার হয় অনেক দ্রুত। বেঁচে যায় মূল্যবান সময়। যে সময়ে সে মনোযোগ দিতে পারে নিজের স্বপ্ন পূরণের জন্য। এই উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার লক্ষ্যে, দেশের এক নম্বর ডিশওয়াশিং ব্র্যান্ড ভিম লিক্যুইডের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জয়া আহসান। গত ৩১ মার্চ আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা।
×