ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সারা বছর পথনাটক মঞ্চায়নের দাবি জানাই ॥ আমিনুল হক আমীন

প্রকাশিত: ১৩:০৫, ৯ এপ্রিল ২০১৯

সারা বছর পথনাটক মঞ্চায়নের দাবি জানাই ॥ আমিনুল হক আমীন

স্টাফ রিপোর্টার ॥ দেশের নাট্যাঙ্গনের অন্যতম সংগঠন মুক্তালয় নাট্যাঙ্গন। এ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল হক আমীন। অসংখ্য নাটকের নির্দেশক ও পরিচালক আমীন একজন তুখোড় অভিনেতাও। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা হিসেবে তিনি কতিপয় সুপারিশ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল বরাবর লিখিত আকারে জমা দিয়েছেন। প্রস্তাবনাগুলো ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে বলে জানা গেছে। এই প্রস্তাবনাগুলো অনেকটাই সানন্দে গ্রহণ করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। তিনি প্রস্তাবনাগুলো বিবেচনা করে অচিরেই এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। এমনটাই জানিয়েছেন নাট্যকর্মী, অভিনেতা ও নির্দেশক আমিনুল হক আমীন। ওই প্রস্তাবনা প্রসঙ্গে আমিনুল হক আমীন বলেন, পথনাটক বিষয়ে দেয়া আমার প্রস্তাবনায় বলেছি, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কিছু মহৎ উদ্যোগ দেশের পিছিয়ে পড়া, ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গন, শিল্পী সঙ্কট, দর্শক সঙ্কটসহ নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে দেশের নাট্যাঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ প্রেক্ষিতে আমাদের পথ নাটককে যদি সারা বছর নিয়মিত মঞ্চায়নের প্রক্রিয়ায় রাখা যায়, তাহলে হয়ত অনেক গ্রুপ থিয়েটারের অনেক সংগঠন তাদের নাট্য চর্চাকে আরও বেগবান করতে পারে। প্রস্তাবনায় আমিনুল হক আমীন বলেন, পথ নাটককে বছরে একবার ফেব্রুয়ারি মাসে ক’দিনের জন্য এক জায়গায় সীমাবদ্ধ না রেখে, নিয়মিত উৎসবের মাধ্যমে সারা বছর এই শ্রেনীর নাটক মঞ্চায়ন চলমান রাখতে হবে। বিশেষ করে প্রতি মাসে ঢাকার বিভিন্ন স্থানে ৩, ৫ অথবা ৭ দিনের জন্য পথনাটক পরিবেশন করার ব্যবস্থা করা যায় যা দলগুলোর নাটকের সংখ্যার ওপর নির্ভর করবে। দল বেশি হলে বেশি দিন, কম হলে কম দিন। সর্বোচ্চ ২০ মিনিট ব্যাপ্তির নাটকগুলো বিষয়বস্তু হতে পারেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মাদকবিরোধী, মানব সচেতনতা, মানব সম্পদ উন্নয়ন, চরিত্র গঠন, স্বাস্থ্য সচেতনতাসহ সর্বোপরি দেশাত্মবোধক বিষয় ভিত্তিক পথনাটক প্রযোজনা মঞ্চায়ন করা যেতে পারে। নাটক মঞ্চায়নের স্থান হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, ধানম-ির রবীন্দ্র সরোবর, সোহ্রাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ, উত্তরা, মিরপুর, ধানম-ির অন্য কোন স্থান, যাত্রাবাড়ী, খিলগাঁও, বাসাবো, সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক বা অন্য কোন স্থান, বসুন্ধরা, গেন্ডারিয়া, লালবাগ, আজিমপুর এমনি করে সারা ঢাকা শহরের বিভিন্ন স্থানকে বেছে নেয়া যেতে পারে। এ সব স্থানে সারা বছর পথনাটক পরিবেশনের উদ্যোগ নেয়া যেতে পারে। প্রতিদিন বাদ আছর থেকে মাগরিব পূর্ব পর্যন্ত ৩-৪টি পথনাটক পরিবেশন করা সম্ভব। আমিনুল হক আমীন প্রস্তাবনায় আরও বলেন, নাটক মঞ্চায়নের স্থান নির্বাচনে এলাকাভিত্তিক জনবলের মাধ্যমে কমিটি করে প্রয়োজনে বিভিন্ন প্রশাসনের সহায়তা নেয়া যেতে পারে। এ বিষয়ে শিল্পকলা একাডেমি তথা সংস্কৃতি মন্ত্রণালয়ও সহযোগিতা করতে পারে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে আমাদের গ্রুপ থিয়েটারের সদস্যরা ছাড়াও অন্য দলগুলো নিয়মিত থিয়েটার চর্চা করতে পারবে, মঞ্চ সঙ্কট থেকে মুক্ত হতে পারবে, তেমনিভাবে কর্মীরা উজ্জীবিত হবে, শিল্পী সঙ্কট দূর হবে, নাটকের প্রতি দেশের সাধারণ মানুষের আকর্ষণ সৃষ্টি হবে, নাট্যাঙ্গন সরগরম, জমজমাট হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
×