ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখ উপলক্ষে চার হাজার পিস সিল্ক শাড়ি উৎপাদন

প্রকাশিত: ১২:৫৯, ৯ এপ্রিল ২০১৯

পহেলা বৈশাখ উপলক্ষে চার হাজার পিস সিল্ক শাড়ি উৎপাদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরজায় কড়া নাড়ছে বৈশাখ। বর্ষবরণে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্যতম পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। কারুশিল্পীরা দিনভর ব্যস্ত তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শাড়িকে নতুন রূপে রাঙাতে। সামনেই বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে সব বয়সী নারীর পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখ মানে লাল সাদা রঙের মিশ্রণ, যা যুগ যুগ ধরে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে শাড়িতে নিজেকে শতভাগ বাঙালিয়ানা রূপে ফুটিয়ে তুলতে সিল্কের জুড়ি নেই এমনটাই বলছেন তরুণীরা। কয়েকজন ক্রেতা বলেন, এই সিল্ক শাড়িগুলো খুবই আরামদায়ক, গরম লাগে না। তারা বলেন, সব মেয়েদেরই সিল্ক শাড়ি পছন্দ। ব্যবসায়ীরা জানান, বৈশাখে সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে সিল্কের শাড়ির দাম। তাই বিক্রিও ভাল। ব্যবসায়ীরা বলেন, ব্লক-বাটিক, হাতের কাজ, তুলির কাজের ওপর প্রাধান্য দিয়ে এবারের শাড়িগুলো তৈরি করা হয়েছে। এ বছর সিল্কের শাড়ির চাহিদাও বেশ ভাল। পহেলা বৈশাখকে টার্গেট করে এবার প্রায় চার হাজার পিস সিল্ক শাড়ি উৎপাদন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর এসব শাড়ি সর্বনিম্ন দেড় হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
×