ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১২ এপ্রিল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা

প্রকাশিত: ১২:৫৮, ৯ এপ্রিল ২০১৯

১২ এপ্রিল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে ভুটান। এ লক্ষ্যে আগামী ১২ এপ্রিল বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসছে ভুটানের প্রধানমন্ত্রী মি. লোতে শেরিং। ১২ এপ্রিল ঢাকায় দ্বিপাক্ষিক এ আলোচনা অনুষ্ঠিত হবে। রবিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং ভুটানের রাষ্ট্রদূত মি. সোনাম তোবদেন রাবগের বৈঠককালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, আগামী ১২ এপ্রিল অনুষ্ঠেয় সভায় ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং ২০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেবে। বাংলাদেশের বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী এবং বিদ্যুত প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভুটানের প্রতিনিধি দলে নির্মাণ খাত, বিদ্যুত ও জ্বালানি, ভোগ্যপণ্য এবং পর্যটন ও সেবা খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। ভুটান রাষ্ট্রদূত বলেন, বন্ধুপ্রতিম এ দেশ দুটির মধ্যকার বাণিজ্য সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য যে, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ৩.৭২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভুটানে রফতানি করে এবং ভুটান থেকে ১৮.১০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
×