ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়লে শিল্প খাত মুখ থুবড়ে পড়বে

প্রকাশিত: ১২:৫৬, ৯ এপ্রিল ২০১৯

গ্যাসের দাম বাড়লে শিল্প খাত মুখ থুবড়ে পড়বে

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বৃদ্ধি হলে শিল্প খাতে মড়ার উপর খাঁড়ার ঘা সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। তিনি বলেন, এমনিতেই এদেশে গ্যাসের দাম অনেক বেশি হওয়ার কারণে টেক্সটাইলের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি হতেই থাকলে বড় শিল্পের সঙ্গে মাঝারি শিল্পেরও ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালনা পর্যদের সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, গ্যাসের দাম যদি বাড়ে তাহলে শিল্প খাত মুখ থুবড়ে পড়বে। দেশের অর্থনীতির যে গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু শিল্প খাত একই গতিতে এগিয়ে যেতে পারছে না। এখন যদি আবারও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়, তাহলে দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প একেবারে শেষ হয়ে যাবে। তিনি বলেন, এক সময় এদেশ আমদানি নির্ভর ছিল। বর্তমানে ওই পথ থেকে আমরা সরে এসেছি, কিন্তু গ্যাসের দাম যদি বাড়ে তাহলে সেই আগেই পথে চলে যেতে হবে। আমাদের আবারও আমদানিনির্ভর হতে হবে। সবার বুঝতে হবে আমাদের চেয়ে উৎপাদন খরচ যদি অন্যের কম হয়, তাহলে ওই দেশের শিল্প খাত এগিতে যাবে, আর আমাদের দেশ পিছিয়ে যাবে। এসএমই সুদ সম্পর্কে পারভেজ বলেন, এসএমই খাতের জন্য যে অর্থ বরাদ্দ আছে, সেসব অর্থ বড় শিল্পপ্রতিষ্ঠানে ঋণ দিয়ে ব্যয় করা হচ্ছে। এভাবে চললে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। বড় প্রতিষ্ঠান ৬ থেকে ৮ শতাংশ সুদহারে ঋণ পেয়ে থাকলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুদের হার ১৪ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের চেষ্টার পরও বাণিজ্যিক ব্যাংকগুলো এসএমই লোন অন্য খাতে দিয়ে দিচ্ছে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, শিল্প খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সবচেয়ে বেশি অবদান রয়েছে। এই জন্য সবার আগে ক্ষুদ্র ও মাঝারিদের সাহায্য করতে হবে। দেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি, তাই তরুণ উদ্যোক্তা সৃষ্টি করার কোন বিকল্প নেই। পারভেজ বলেন, আমরা শুধু গার্মেন্টস নিয়ে পড়ে আছি, কিন্তু বিশ্বে গার্মেন্টস যেখানে ৪৫০ বিলিয়ন ডলারের ব্যবসা করে, সেখানে লাইট ইঞ্জিনিয়ারিং ৭ ট্রিলিয়নের ব্যবসা করে। আমাদের দেশে লাইট ইঞ্জিনিয়ারিং তেমন শক্তিশালী হয়ে ওঠে নাই। আমাদের দেশে ২ বিলিয়ন ডলারের ব্যবসা করে এই খাত। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। শুধুমাত্র গার্মেন্টসনির্ভর শিল্প হলে শিল্প চলবে না। সকল ক্ষেত্রে এ খাতকে সমান গুরুত্ব দিয়ে আমাদের চলতে হবে। এদেশে শিক্ষা অর্জনের সঙ্গে কর্মক্ষেত্রে কাজের কোন মিল থাকে না উল্লেখ করে পারভেজ বলেন, আমাদের দেশে কারিগরি দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রফেশনাল কাজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রফেশনাল এবং সঙ্গে কারিগরি দক্ষতার মাধ্যমে এদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে বিসিআইয়ের সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, সংগঠনটি ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী দুই বছরের জন্য বিসিআইয়ের দায়িত্ব নিয়েছে নতুন পরিচালনা পর্ষদ। সাংগঠনিকভাবে নতুন কমিটির সভাপতি ও ইভেন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে ২৪ পরিচালক দায়িত্ব বুঝে নেন। পারভেজ বলেন, নতুন কমিটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। এছাড়াও নতুন উদ্যোক্তা তৈরিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। আয়করকারীর সংখ্যা বৃদ্ধি করতে এনবিআর এবং বিসিআই একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, শুধু রাজধানী বা চট্টগ্রামকেন্দ্রিক নয়, দেশব্যাপী কাজ করবে বিসিআই। তরুণ শিল্প উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রক্রিয়া ও সম্ভাবনাময় খাত খুঁজে পায় না। তাই নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে বিসিআই। এছাড়াও আগামী এক মাসের মধ্যে ওয়েব পোর্টাল চালু করে সব ধরনের তথ্যসেবা দেয়া হবে।
×