ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৯ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ১২:৫৫, ৯ এপ্রিল ২০১৯

ব্লক মার্কেটে ৯ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকা। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। কোম্পানিটির মোট ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার। কোম্পানির ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। আইডিএলসি মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৫ লাখ ৭৭ হাজার, বিডিকম অনলাইন ৭৯ লাখ ৪৫ হাজার, ব্র্যাক ব্যাংক ৫ লাখ ৫৪ হাজার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১১ লাখ ৩ হাজার, সিমটেক্স ১৪ লাখ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স ১৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×