ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে টানা ১১ সপ্তাহ ধরে দরপতন

প্রকাশিত: ১২:৫৪, ৯ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে টানা ১১ সপ্তাহ ধরে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারের পতন থামছে না। দিন যত যাচ্ছে পতনের ধারাবাহিকতা তত বাড়ছে। এর মাধ্যমে আরও তলানিতে নেমেছে দেশের শেয়ারবাজার। এই নিয়ে টানা ১১ সপ্তাহ ধরে শেয়ারবাজারের সূচক কমছে। এর আগে ২০১০ সালেও একটানা সূচকের পতন ঘটেনি। তবে সেবারের সূচকের বড় পতন ঘটেছে কিন্তু একটানা কমেনি। হয়ত দুই সপ্তাহ পড়েছে আবার এক সপ্তাহ বেড়েছে। কিন্তু এবার গত ১১ সপ্তাহেই টানা পতন রয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমে আরও নিচে নেমে গেছে। একইসঙ্গে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে ডিএসইতে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। যা ৩ মাস ১১ দিন বা ৬৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর সোমবারের চেয়ে কমে অবস্থান করছিল ডিএসইএক্স। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪০ ও ১৯২৪ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকার। যা আগের দিন থেকে ৮৮ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩০ কোটি টাকার। এদিন ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫টির বা ১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৭৩টির বা ৭৯ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। কোম্পানিটির ৫৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে গ্রামীণফোন এবং ১৭ কোটি ৩৩ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজ, ইস্টার্ন ক্যাবল, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডাচ-বাংলা ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। সিএসইতে ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×