ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে টটেনহ্যামের মুখোমুখি ম্যানসিটি

প্রকাশিত: ১২:০০, ৯ এপ্রিল ২০১৯

লন্ডনে টটেনহ্যামের মুখোমুখি ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে এবার চারটিই ইংল্যান্ডের। এর মধ্যে তিন দলই আজ রাতে মাঠে নামছে। লন্ডনে নবনির্মিত টটেনহ্যাম হটস্পার স্টেডিায়ামে শেষ আটের প্রথম লেগের ম্যাচে স্বদেশী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে স্বাগতিক টটেনহ্যাম হটস্পার। আরেক ম্যাচ ঘরের মাঠ এ্যানফিল্ডে পর্তুগীজ ক্লাব পোর্তোর বিপক্ষে খেলবে ইংল্যান্ডের লিভারপুল। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। টটেনহ্যামের বিপক্ষে স্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামছে সিটি। সাম্প্রতিক সময়ে স্পার্সদের সময় খুব একটা ভাল যাচ্ছে না। তবে সিটি কোচ পেপ গার্ডিওলা আত্মতুষ্টিতে ভুগছেন না। তিনি সতর্ক করেছেন যে কোন মুহূর্তে জ্বলে উঠতে পারে দলটি। গার্ডিওলা বলেন, আমরা তাদের ভালমতোই চিনি। তারা দারুণ ব্যালেন্সড দল। যে কোন দলের জন্যই ভীতিকর। আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে। যে কোন কিছুই ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। টটেনহ্যাম কোচ মরিসিও পোচেট্টিনো অবশ্য সিটিকেই এগিয়ে রাখছেন। তিনি বলেন, সিটি অনেক ভাল দল। তাদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে। তবে ছেলেরা জয়ের জন্যই খেলবে। ইপিএলে সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়ন্স লীগে অবশ্য দারুণ ছন্দে আছে টটেনহ্যাম। শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে তারা জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ছিল আরও অপ্রতিরোধ্য। শেষ ষোলোর প্রথম লেগে তারা আরেক জার্মান ক্লাব শালকে জিরো ফোরকে ৩-২ গোলে হারালেও দ্বিতীয় লেগে জয় পায় ৭-০ গোলে। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসেই তাদের জয়টি বড় জয়ের তালিকায় ঠাঁই পেয়েছে। লিভারপুলও জার্মানির সবচেয়ে বড় দল বেয়ার্ন মিউনিখকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। এ্যানফিল্ডে দু’দলের লড়াই গোলশূন্য ড্র হলেও মিউনিখে স্বাগতিকদের ৩-১ গোলে হারায় দ্য রেডসরা। দারুণ ছন্দে থাকা জার্গেন ক্লপের দলের সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে এবারের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল পোর্তো। প্রথম লেগ নিজেদের মাঠে হওয়ায় বাড়তি আত্মবিশ্বাসও পাচ্ছে তারা। লিভারপুল কোচ জার্গেন ক্লপ ম্যাচটি নিয়ে বলেন, আমরা গতবার ফাইনালে খেলেছি। এবারও লক্ষ্য অভিন্ন। তবে এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। এখন পোর্তো ম্যাচ কিভাবে জেতা যায় সেটাই লক্ষ্য।
×