ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রকিবুলের শতক ও আশরাফুলের বোলিংয়ে জিতল মোহামেডান

প্রকাশিত: ১২:০০, ৯ এপ্রিল ২০১৯

রকিবুলের শতক ও আশরাফুলের বোলিংয়ে জিতল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ জেতার পর টানা চার পরাজয়। এরপর এক ম্যাচ জিতে আবার হার। চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) উত্থান-পতনে একেবারে জর্জরিত হয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সোমবার দলগতভাবে জ্বলে উঠল ঐতিহ্যবাহী দলটি। ব্যাট হাতে রকিবুল হাসানের দারুণ শতকের পর বল হাতে মোহাম্মদ আশরাফুলের জ্বলে ওঠা এবং ব্যাটে-বলে দুরন্ত সোহাগ গাজীর নৈপুণ্যে জিতেছে তারা। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। আর ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়ন দুর্ভাগ্যজনক হারের শিকার হয়েছে বৃষ্টি আইনে। তাদের ৬ উইকেটে ২৬৭ রানের জবাবে ২০ ওভারে ধীরগতিতে ৮৪ রান করলেও মাত্র ১ উইকেট হারানোর সুবাদে বৃষ্টি আইনে ১২ রানে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ব্রাদার্স-খেলাঘর ম্যাচ; ফতুল্লা ॥ বৃষ্টি কারও জন্য আশীর্বাদ আর কারও জন্য দুর্ভাগ্যের। ফতুল্লায় এ দুটি অভিজ্ঞতা হয়েছে ব্রাদার্স ও খেলাঘরের। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা খেলাঘরকে ওভারপ্রতি ৫.৩৬ হারে রান করতে হতো। কিন্তু আবহাওয়া পরিস্থিতি দেখে খেলাঘরের ব্যাটসম্যানরা উইকেট আঁকড়ে থেকে ধীরলয়ে ব্যাট চালিয়েছেন। ২০ ওভারে ১ উইকেটে ৮৪ রান তোলে তারা। আর পরে বৃষ্টি নামলে তা আশীর্বাদ হয়েছে খেলাঘরের জন্য। কম উইকেট হারানোয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা ১২ রানে জিতেছে মাত্র ৪.২০ হারে রান তুলেও। আগে ব্যাট করে ব্রাদার্স ফজলে রাব্বির ১১৬ বলে ৭ চার, ২ ছক্কায় করা ১০৩, মিজানুর রহমানের ৭৩ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৯, ইয়াসির আলীর ৩২ বলে ১ চার, ৩ ছক্কায় ঝড়োগতির হার না মানা ৪৭ ও দেবব্রত দাসের ৬৪ বলে ২ চারে করা ৪৫ রানের সুবাদে ৬ উইকেটে ২৬৭ রানের পুঁজি পেয়েছিল। পরে খেলাঘর শাহরিয়ার কমল ২৩ বলে ২ চার, ১ ছয়ে ২১ করে রানআউট হলেও রবিউল ইসলাম রবি ৬৯ বলে ৬ চারে ৩৯ আর মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ বলে ২১ রানে অপরাজিত থেকে দলের বিপদ ঘটতে দেননি। বরং বৃষ্টিতে আর খেলা না হওয়ায় জিতে গেছে তাদের দল।
×