ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাসের বাজে গোল মিস!

প্রকাশিত: ১১:৫৮, ৯ এপ্রিল ২০১৯

ইতিহাসের বাজে গোল মিস!

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে স্ট্র্যাসবার্গের সঙ্গে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রবিবার নিজেদের মাঠে তারা ২-২ গোলে ড্র করেছে। তবে ড্র ছাপিয়ে আলোচনায় পিএসজির ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চৌপো-মোটিংয়ের অবিশ্বাস্য গোল মিস! তা না হলে ভিন্ন কিছু হতে পারত ম্যাচের ফল। গোল অনেকভাবেই মিস হতে পারে। ফুটবল দুনিয়ায় নিয়মিতই চোখে পড়ে গোল মিসের নানান চিত্র। তবে পিএসজি ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং যেভাবে গোল মিস করেছেন, তা যেকোন ফরোয়ার্ডের জন্যই রীতিমতো দুঃস্বপ্ন। ভক্তদের ভুলতেও সময় লাগবে অনেক দিন। নিজেদের মাঠে এদিন বেশ ভালভাবেই শুরু করেছিল স্বাগতিকরা। ম্যাচ শুরুর ১৩ মিনিটেই মোটিংয়ের গোলেই এগিয়ে যায় পিএসজি। তবে বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের ২৬ মিনিটেই যে সমতায় ফেরে স্ট্র্যাসবার্গ। এরপরই চোয়াল ঝুলিয়ে দেয়ার মতো মিসটি করেন ক্যামেরুনের এই স্ট্রাইকার। ডানপ্রান্ত থেকে তার সতীর্থ ক্রিস্টোফার এনকুনুকু গোলরক্ষককে ফাঁকি দিয়ে শট নিয়েছিলেন। বল জালে জড়ানোর পথেই যাচ্ছিল। কিন্তু গোল লাইন পার হওয়ার একেবারে শেষ মুহূর্তে চৌপো-মোটিং বলটিকে থামিয়ে দিলেন! সম্ভবত নিজে গোলটি করতে চেয়েছিলেন বলেই হয় তো বাঁ পা দিয়ে টোকা মেরেছিলেন। কিন্তু হায়! একটু আগেভাগেই পা চালিয়ে দেয়ায় বল উল্টো তার পায়ে লেগে গোল পোস্টে গিয়ে থেমে যায়। এমন মিস মানতে পারছেন না পিএসজি সমর্থকরা! ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় স্ট্র্যাসবার্গ। এ্যান্থনি গোন্সালভেসের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। ২-১ গোলে পিছিয়ে থাকা এই ম্যাচের শেষ দিকে পিএসজির হয়ে সমতাসূচক গোলটি করেন প্রেসনেল কিমপেমবে। স্ট্র্যাসবার্গের বিপক্ষে জিতলেই লীগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত টমাস টাচেলের শিষ্যদের। কিন্তু ড্র করায় শিরোপা উৎসবের অপেক্ষা বেড়েছে নেইমার-এমবাপেদের। লিঁলের সঙ্গে ২০ পয়েন্ট ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। ৩০ ম্যাচ থেকে টমাস টাচেলের শিষ্যদের সংগ্রহে এখন ৮১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লিঁলের দখলে ৬১ পয়েন্ট। স্ট্র্যাসবার্গের বিপক্ষে ম্যাচটা জিতলে এদিনই লীগ শিরোপা উৎসব করার সুযোগ ছিল স্বাগতিকদের। কিন্তু সেটা হয়নি চৌপো-মোটিংয়ের অবিশ্বাস্য গোল মিসের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই মতো, এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে মিস না হলেও অন্যতম বাজে মিস তো বটেই। চৌপো-মোটিং অবশ্য কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘এটা ভীষণ লজ্জার। কারণ বলটা গোল হওয়ার পথেই ছিল। আমি দুঃখিত।’ ফ্রেঞ্চ লীগ ওয়ানে রাজত্ব করছে পিএসজি। গত ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস জায়ান্টরা। চলতি মৌসুমেও দুর্দান্ত গতিতে ছুটছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের ঘরের মাঠে চলতি মৌসুমে এটাই পিএসজির প্রথম ড্র। এর আগের ১৫ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে পিএসজি। রবিবার লীগ ওয়ানের অন্য ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে তুলুজ এবং নিস। নিজেদের মাঠে তুলুজ ১-০ গোলে পরাজিত করে নান্টেসকে। নিস একই ব্যবধানে পরাজিত করেছে মন্টেপিয়েরকে। এছাড়া রেইমস ও লিলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
×