ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা ফুটবলের সঙ্গে বন্যা

প্রকাশিত: ১১:৫৬, ৯ এপ্রিল ২০১৯

বঙ্গমাতা ফুটবলের সঙ্গে বন্যা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ‘বঙ্গমাতা অ-১৯ ওমেন্স আন্তর্জাতিক গোল্ডকাপ’-এর খেলা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত, লাওস, কিরঘিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও বাংলাদেশসহ ছয় দেশের অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দল অংশ নেবে। এ উপলক্ষে সোমবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে আসরের থিম ভিডিওর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য অমিত খান শুভ্র, কে-স্পোর্টসের সিইও ফাহাদ এম এ করিম, ডিরেক্টর আশফাক আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির ভুইয়া, সিওও মাহবুবুর রশিদ, থিম ভিডিওর পরিচালক গাজী শুভ্র এবং বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও থিম ভিডিওর বর্ণনাকারী রেজওয়ানা চৌধুরী বন্যা। থিম ভিডিওতে তুলে ধরা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সাহসী ভূমিকা। এছাড়া দেশে নারীদের এগিয়ে যাওয়া, নানা প্রতিবন্ধকতা টপকে ফুটবলে বাংলাদেশের মেয়েদের এগিয়ে যাওয়া সবকিছুই আছে থিম ভিডিওতে। এসবই উঠে এসেছে রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংক্ষিপ্ত বর্ণনায়। ‘সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এ অহংকার জাগ্রত জনতার, এ অংহকার জাগ্রত নারীর’-রেজওয়ানা চৌধুরী বন্যার এ কথা দিয়ে শুরু হওয়া থিম ভিডিওটির শেষটা ছিল, ‘যেখানে ইচ্ছেগুলো মেলবে ডানা, যেখানে এগিয়ে যাওয়ার নেই মানা।’ প্রথমবারের মতো বাফুফে ভবনে এসে রোমাঞ্চিত এ শিল্পী, ‘এত সুন্দর কাজের সঙ্গে যুক্ত করায় সত্যিই সম্মানিত বোধ করছি। এই টুর্নামেন্ট মেয়েদের জেগে ওঠার মঞ্চ। ফুটবল শুধু খেলাই নয়, এটা প্রতিবাদ জানানোর একটা ক্ষেত্র। নতুন প্রজন্মের কাছে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ ছড়িয়ে দিতে বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট কার্যকরী ভূমিকা রাখবে।’ থিম ভিডিওটি প্রচারিত হবে টুর্নামেন্ট ব্রডকাস্টার নাগরিক টিভি ও আরটিভিতে। এছাড়া অন্য টেলিভিশন চ্যানেলেও তা দেখা যাবে। প্রতিদিন খেলা শুরু হওয়ার আগে প্রচার করা হবে থিম ভিডিওটি। ব্রডকাস্টার এবং বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে ৮০টির বেশি দেশে বঙ্গমাতা গোল্ডকাপের খেলা দেখানো হবে বলে জানিয়েছেন স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফাহাদ করিম।
×