ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্সেনালের হার, অপেক্ষা বাড়ল জুভেন্টাসের

প্রকাশিত: ১১:৫৫, ৯ এপ্রিল ২০১৯

আর্সেনালের হার, অপেক্ষা বাড়ল জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আবারও হারের স্বাদ পেয়েছে আর্সেনাল। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে অতিথি গানার্সরা। অন্যদিকে ইতালিয়ান সিরি এ লীগে শিরোপা উৎসবের অপেক্ষা বেড়েছে জুভেন্টাসের। পরশু রাতে জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা নেপোলি। ম্যাচটি নেপোলি হেরে গেলেই ট্রফি নিশ্চিত হয়ে যেত তুরিনের ওল্ড লেডিদের। গুডিসন পার্কে আর্সেনালকে হতাশ করে দারুণ জয় তুলে নেয় এভারটন। এর ফলে মধুর প্রতিশোধও নিয়েছে তারা। কেননা গত সেপ্টেম্বরে লন্ডনে লীগের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে অতিথিরা। দশম মিনিটে লুকা ডিনিয়ের লম্বা থ্রোয়িং ডি বক্সে ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে টোকা দিয়ে জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার ফিল জাগিয়েলকা। এর ফলে চলতি মৌসুমে সবচেয়ে বেশি বয়সে লীগে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। গোল করার দিন জাগিয়েলকার বয়স ছিল ৩৬ বছর ২৩৩ দিন। ম্যাচের ৬০ মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন এভারটনের বানার্ড। তবে শট নিতে দেরি করে ফেলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিছুক্ষণ পর আরেক ব্রাজিলিয়ান রিশার্লিসনও ডি বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিতে ব্যর্থ হলে ব্যবধান বাড়েনি। পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে আধিপত্য বিস্তার করতে পারেনি আর্সেনাল। নিশ্চিত কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি তারা। ফলে মৌসুমে সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। বর্তমানে ৩২ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। ৬৪ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৩৩ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে এভারটন। লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইতালিয়ান সিরি এ লীগে দ্বিতীয় স্থানে থাকা নেপোলি বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের থেকে ২০ পয়েন্ট পিছিয়ে আছে। পরশু রাতে নেপোলি পরাজিত হলেই সাত ম্যাচ হাতে রেখে টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যেত জুভরা। কিন্তু দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাব ড্র করায় অপেক্ষা বেড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। গত শনিবার এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে জুভেন্টাস। আগামী সপ্তাহে তলানির দল এস্পানিওলের সঙ্গে অন্তত ড্র করতে পারলেই ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দলের লীগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে। শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া নেপোলি এই ম্যাচে ঘরের মাঠ সান পাওলোতে নিজেদের মোটেই মেলে ধরতে পারেনি। এই জেনোয়ার কাছে গত মাসে এবারের মৌসুমে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল জুভেন্টাস। ম্যাচের ২৮ মিনিটে মিডফিল্ডার স্টিফানো স্টুরারো জুভেন্টাসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার এ্যালানকে ডাইভিং চ্যালেঞ্জ করতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জেনোয়া। লালকার্ড দেখাতে রেফারি ফ্যাবিজিও পাসকুয়া ভিএআর প্রযুক্তির সহায়তা নেন। এই সুযোগে ম্যাচের ৩৪ মিনিটে ড্রিয়েস মার্টিনসের গোলে এগিয়ে যায় নেপোলি। কিন্তু বিরতির ঠিক আগে ডারকো লাজোভিট জেনোয়ার পক্ষে সমতা ফেরান। এই ড্রয়ে জেনোয়া গোলরক্ষক ইনাত রাডুর কৃতিত্বই বেশি। ম্যাচের শেষের দিকে মার্টিনস ও কালিডু কোলিবেলির দুটি শট দুর্দান্ত দক্ষতায় আটকে দিয়ে জেনোয়াকে এক পয়েন্ট উপহার দেন রাডু। লীগে শিরোপার আশা শেষ হওয়ায় নেপোলির লক্ষ্য এখন ইউরোপা লীগ। ম্যাচ শেষে এ প্রসঙ্গে দলটির কোচ কার্লো আনচেলোত্তি বলেন, আমাদের জন্য অপ্রত্যাশিত পারফর্মেন্স ছিল। এভাবে খেলতে থাকলে লন্ডনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের অবশ্যই জেগে উঠতে হবে। এই দলটির এগিয়ে যাওয়ার সব ধরনের যোগ্যতা আছে। শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক প্রয়োগ। সৌভাগ্যবশত আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে আমাদের হাতে চার দিন সময় আছে।
×