ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে জানালেন বিসিবির চিকিৎসক

মিরাজের খেলা নিয়ে শঙ্কার কিছু নেই

প্রকাশিত: ১১:৫৪, ৯ এপ্রিল ২০১৯

মিরাজের খেলা নিয়ে শঙ্কার কিছু নেই

স্পোর্টস রিপোর্টার ॥ গত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফর্মের তুঙ্গে ছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু আসরের শেষদিকে এসে পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। সে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি দলে ফিরে আসলেও। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়। এছাড়া আরেক পেসার রুবেল হোসেনও ইনজুরিতে ভুগছেন। মিডলঅর্ডারের অপরিহার্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির সঙ্গে লড়ছেন। এদের সঙ্গে রবিবার যোগ হয়েছিলেন অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। তাৎক্ষণিকভাবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন ইনজুরিটা গুরুতর নয়। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল, যদি ব্যথা বেড়ে যায় এবং আঙ্গুল ফুলে যায় সেক্ষেত্রে এক্সরেসহ আনুষঙ্গিক প্রক্রিয়ায় যাওয়া লাগত। তবে সোমবার রাত পর্যন্ত সেটির প্রয়োজন পড়েনি। তাই দেবাশীষ জানালেন মিরাজ শঙ্কামুক্ত। সামনেই বাংলাদেশ জাতীয় দলের বড় মিশন। আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ খেলে আবার বিশ্বকাপ। টানা দুই মাসের ধাক্কা। বিশ্বকাপসহ জাতীয় দলের অন্যতম সদস্য মিরাজ। ইংল্যান্ড, আয়ারল্যান্ডের কন্ডিশন স্পিনারদের জন্য সহায়ক না হলেও প্রায় নিশ্চিত করেই বলা যায় যে, মিরাজ সেই স্কোয়াডে থাকবেন। কিন্তু তাকে নিয়েই দুঃশ্চিন্তার তৈরি হয়েছিল। রবিবার ডিপিএলে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বলের আঘাত পান মিরাজ। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান তিনি। আঙ্গুলে চিড় ধরার সম্ভাবনা না থাকায় অবশ্য বিসিবি চিকিৎসক দেবাশীষ এক্স-রে করানোর প্রয়োজনীয়তা দেখেননি। তবে পুরোপুরি শঙ্কামুক্ত থাকার জন্য মিরাজকে জানিয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে ব্যথা বাড়লে কিংবা আঙ্গুল ফুলে গেলে যোগাযোগ করতে। এ বিষয়ে সোমবার দৈনিক জনকণ্ঠকে সন্ধ্যায় দেবাশীষ বলেন, ‘তাকে ২৪ ঘণ্টা বিশ্রামে থাকতে বলেছিলাম। যদি এর মধ্যে ব্যথা বাড়ে কিংবা আঙ্গুল ফুলে যায় সেক্ষেত্রে যোগাযোগ করার কথা। যেহেতু সেটা করেনি, তার মানে সবকিছু ঠিকঠাকই আছে। আমার মনে হয় তাকে নিয়ে ভয়ের কিছু নেই।’ আপাতত ডিপিএল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এর মাধ্যমেই আসন্ন বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সারছেন। কিন্তু এর মধ্যে ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহীম ব্যক্তিগতভাবে প্রস্তুতি নেয়ার জন্য খেলছেন না। আর মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ইনজুরিজনিত ফিটনেস সমস্যায় নিয়মিত খেলতে পারেননি। ফেরার অপেক্ষায় থাকা তাসকিন সবেমাত্র ইনজুরি কাটিয়ে অনুশীলন শুরু করলেও ডিপিএলে খেলতে পারছেন না। কাঁধের ইনজুরির জন্য মাঠে নামতে পারছেন না রিয়াদ। গ্রেড থ্রি পর্যায়ের ছিন্নতা দেখা যাওয়ায় তাকে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু মাত্র সপ্তাহখানেক বিশ্রাম নিয়েই মাঠের অনুশীলনে নেমে পড়েছেন তিনি। সাকিব আল হাসান দীর্ঘ ইনজুরিতে নিউজিল্যান্ড সফর পুরোপুরি মিস করেছেন। তিনিও সুস্থ হয়ে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভারতে আছেন। অর্থাৎ জাতীয় দলের অপরিহার্য কয়েকজন সদস্যই আছেন শঙ্কার মধ্যে। যদিও মিরাজকে নিয়ে আর চিন্তা নেই। সংশয় নেই বাকিদের নিয়েও। তবে রিয়াদের শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাবে পরিস্থিতি তা বিশ্রাম দেয়া ১৫ দিনের পরই বোঝা যাবে। আপাতত সীমিতভাবে ব্যাটিং অনুশীলন করছেন, সব শট খেলতে পারছেন না ব্যথা লাগছে বলে। ১৫ দিন পরও যদি সেসব ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে হয়তো দীর্ঘ প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে রিয়াদকে। সেটি এমনকি হতে পারে কাঁধে অস্ত্রোপচারও!
×