ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

প্রকাশিত: ১১:৪৬, ৯ এপ্রিল ২০১৯

হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন সময়সীমা আরেক দফা ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের হজ ও বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ৫ লাখ ১৪ হাজার ৮১৪ পর্যন্ত ব্যক্তিদের নিবন্ধন সময়সীমা ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। সে পরিপ্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরা নীতি অনুযায়ী প্রাক-নিবন্ধনের পরবর্তী ক্রমিক ৫ লাখ ১৪ হাজার ৮১৫ থেকে ৫ লাখ ৩৪ হাজার ৯২ পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিদের ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আহ্বান করা হলো। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে ১০ এপ্রিলের মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে।
×