ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ১১:৪৫, ৯ এপ্রিল ২০১৯

ফেনীতে আহত যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফেনী ৮ এপ্রিল ॥ ফেনীর সোনাগাজীতে নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা ইমাম উদ্দিন সোমবার সকালে চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে মারা গেছে। সন্ধ্যায় তার গ্রামের বাড়ি সোনাগাজী থানার উত্তর চরচান্দিয়ার পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনের দিন ভোটকেন্দ্র ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজন্ট হিসেবে কাজ করার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজন্টের সঙ্গে ইমাম উদ্দিনের বাগ্বিত-া হয়। এর জের ধরে নির্বাচনের পরদিন গত ১ এপ্রিল বিকেলে ওলামা বাজার সড়কে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় গ্রুপই আওয়ামী লীগ সমর্থক ছিল। সংঘর্ষে ইমাম উদ্দিনসহ ৪ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ইমাম উদ্দিনকে চট্টগ্রাম স্থানান্তর করা হয়।
×