ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে বাইরের কার পার্কিংয়ের ছাদে আগুন

প্রকাশিত: ১১:৪৫, ৯ এপ্রিল ২০১৯

শাহজালালে বাইরের কার পার্কিংয়ের ছাদে আগুন

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের কার পার্কিংয়ের ছাদে আগুন ধরার সঙ্গে সঙ্গে নেভাতে সক্ষম হয়েছে সিভিল এভিয়েশনের নিজস্ব দমকল বাহিনী। এতে বড় ধরনের অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পায় দেশের এক নম্বর কেপিআই এই বিমানবন্দরটি। সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ অগ্নিকা- ঘটে। এ বিষয়ে সিভিল এভিয়েশনের সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আগুন ধরার সঙ্গে সঙ্গেই খবর পেয়ে কয়েক মিনিটেই ছুটে আসে অনতি দূরের নিজস্ব ফায়ার ইউনিট। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় সিভিল এভিয়েশনের নিজস্ব প্রশিক্ষিত ফায়ার ফাইটার। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা ৪মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে প্রথমেই ছুটে আসে শাহজালালের ভেতরে সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সার্ভিসের ইউনিট। তাদের প্রচেষ্টায় আগুন নেভার পর কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুই ইউনিটও ঘটনাস্থলে যায়। দুই ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় সোয়া নয়টার দিকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে যান বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর জনকণ্ঠকে বলেন, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত হয়নি।
×