ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মওদুদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা চলবে

প্রকাশিত: ১১:৪৪, ৯ এপ্রিল ২০১৯

মওদুদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা চলবে

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদন সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাটি চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের মামলা চলতে আর কোন বাধা নেই। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদন সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজে শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মির্জা আব্বাস দম্পতির বিদেশে যেতে বাধা নেই ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসার সময় বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে মির্জা আব্বাস দম্পতির পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
×